অনস্ক্রিনের খিটিমিটি ভ্যানিশ, কাছাকাছি এলেন জুন আন্টি, কাঁধে হাত রেখে সেলফি নিলেন অনিন্দ্য!
শ্রীময়ী কি অসুখ সারিয়ে ফিরে আসবে? নাকি বড় কোনও মোড় ঘুরে চলেছে শ্রীময়ীর গল্পে?সেটা জানতে চোখ রাখতেই হবে টিভির পর্দায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিকে জুন, অন্যদিকে দিথি। মাঝে ছবি আলো করে অনিন্দ্য!
ছোট ছেলে ডিঙ্কার সঙ্গে ইদানীং মোটেই বনিবনা নেই অনিন্দ্যর। কিন্তু অফ ক্যামেরায় সুদীপ-সপ্তর্ষির সম্পর্ক বেশ ভাল। তাই তো সুদীপের একডাকেই ক্যামেরার সামনে হাজির ফুল ফ্যামিলি।
'শ্রীময়ী' ধারাবাহিকে বিয়েবাড়ির আবহে ঘটে চলেছে একের পর এক অশান্তি। তারই মধ্যে পর্দার পিছনে জমিয়ে হল ফটো সেশন। একই ফ্রেমে ঊষসী, সুদীপ, রুশা, ঐশী
'শ্রীময়ী' ধারাবাহিকে এখন শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কার বিয়ে নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। সদ্য বিবাহিতা বউয়ের সঙ্গে তৈরি হয়েছে সম্পর্কে জটিলতা। শ্রীময়ীকে ছেড়ে এখন জুন আন্টির লবিতেই মাটি শক্ত করছে ডিঙ্কার নববধূ। অফস্ক্রিনেও তাঁদের দুজনের সম্পর্ক যে দারুণ, তা ধরা পড়ল এই ছবিতে। দেখুন, জুন আন্টি ওরফে ঊষসীর সঙ্গে দুই সহ অভিনেত্রীকে।
সম্পর্কে একটা চোরা শীতল স্রোত থাকলেও একে অন্যের কাছাকাছি অনিন্দ্য-জুন। তুললেন সেলফি। কে বলবে, দুজনের মধ্যে সিরিয়েলের গল্পে লড়াই চরমে!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -