সঞ্জয়ের বিপর্যয়ের সঙ্গী, নিজেকেও সময় দেন মান্যতা
২০০৮ সালে গোয়ায় বিয়ে হয় সঞ্জয় এবং মান্যতার। তাঁদের দুটি সন্তান আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে কোনও সমস্যায় স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আইনি লড়াই থেকে শারীরিক সমস্যায় স্বামী সঞ্জয় দত্তের পাশে থেকে ভরসা জুগিয়েছেন মান্যতা দত্ত।
অনেকেই জানেন না যে মান্যতা মুসলিম পরিবারের মেয়ে। গঙ্গাজল ছবিতে নাচের মাধ্যমে পরিচিতি পান তিনি। তাঁর আগে নাম ছিল দিলনাভাজ শেখ। পরে নাম পরিবর্তন করেন তিনি।
২০২১ সালের শুরুতে তাঁকে নতুন স্টাইলে দেখা যায়। সঞ্জয় দত্তের প্রযোজনা সংস্থার সিইও মান্যতা।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ২০ লক্ষ। ৫০০-র বেশি ফলোয়ার আছে ইনস্টাগ্রামে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ছবি। কখনও বা লক্ষেরও বেশি লাইক পেয়ে যান সঞ্জয় পত্নী।
স্ত্রীর কর্তব্য পালনের পাশাপাশি নিজের জন্যও সময় বের করেন তিনি। সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মান্যতা। মাঝেমধ্যেই ছবি পোস্ট করে থাকেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -