জানেন? কোটি কোটি টাকা ঋণে ডুবে সানি দেওল
অ্যাকশন থেকে রোমান্টিক- এমন চরিত্র নেই যা সানি দেওল করেননি। আর এখন তিনি পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ। তবুও কোট কোটি টাকা ঋণের দায়ে ডুবে ধর্মেন্দ্র পুত্র। তাঁর পরিবার যে বাড়িতে থাকে তার দাম মাত্র আড়াই কোটি টাকা। আমার আপনার পক্ষে অনেক। কিন্তু বলিউডের পক্ষে একেবারে যৎসামান্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোকসভা ভোটের সময় সানি নিজের সম্পত্তির হিসেব দিয়েছিলেন। তাতে জানান, তাঁর ও তাঁর স্ত্রীর ওপর প্রায় ৫৩ কোটি টাকার ঋণ রয়েছে। ১ কোটি টাকার কাছাকাছি জিএসটিও বাকি রয়ে গিয়েছে তাঁর।
সম্পত্তির দিক থেকে সানি তাঁর বাবা ধর্মেন্দ্র ও সৎ মা হেমা মালিনীর থেকে অনেক পিছনে। তাঁর কাছে মোট ৮৩ কোটি টাকার সম্পত্তি আছে বলে খবর।
স্থাবর সম্পত্তির পরিমাণ ২১ কোটি টাকা ও অস্থাবর সম্পত্তি ৬০ কোটি।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ টাকা আর ২৬ লাখ হাতে রয়েছে। স্ত্রী পূজার সম্পত্তির মূল্য ৬ কোটি টাকা। এর মধ্যে ১৯ লাখ রয়েছে ব্যাঙ্কে আর ১৬ লাখ ক্যাশ।
সানি ও তাঁর স্ত্রী ব্যাঙ্ক থেকে প্রায় ৫১ কোটি টাকা ঋণ নিয়েছেন। সরকারি ধার বকেয়া রয়েছে প্রায় আড়াই কোটি টাকা। ১ কোটি ৭ লাখ টাকার জিএসটি বাকি।
হলফনামা দিয়ে সানি জানিয়েছেন, তাঁর কাছে ১.৬৯ কোটি টাকার গাড়ি রয়েছে। তাঁর গয়নার মূল্য ১.৫৬ কোটি টাকা। ২১ কোটি টাকার জমি রয়েছে তাঁর। মুম্বইয়ে একটি ফ্ল্যাট, কৃষি ও অকৃষি জমি রয়েছে।
২০১৯-এ হেমা মালিনী ভোটে লড়ার আগে হলফনামা দিয়ে জানান, তাঁর কাছে ২৪৯ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর কাছে আছে প্রায় ১১৪ কোটি টাকা ও স্বামী ধর্মেন্দ্রর কাছে ১৩৫ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -