প্রথম সিনেমার পর আর সাফল্য পাননি, এখন এই কাজ করছেন সলমন খানের এই নায়িকা
ফিল্মি কেরিয়ারে সাফল্য অধরা থাকার পর চাঁদনি ১৯৯৪-তে বিয়ে করেন। তাঁর স্বামীর নাম সতীশ শর্মা। চাঁদনির আসল নাম নবোদিতা শর্মা। বলিউডে আসার পর নাম বদল করে চাঁদনি করা হয়। এখন তিনি বিদেশে থাকেন। অরল্যান্ডো-তে ডান্স অকাডেমি চালান। সেখানে স্বামী ও দুই মেয়ের সঙ্গে থাকেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে তিনি বেশ কিছু ডান্স শো-ও করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম সিনেমা হিট হওয়ার পর চাঁদনি জনপ্রিয়তা পান। কিন্তু এরপর তাঁর আর কোনও সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। প্রচুর পরিশ্রম করেও সফল অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা তৈরি করতে পারেননি তিনি। এরপর সিনে জগত থেকে দূরে চলে যান তিনি। প্রায় ছয় বছর বলিউডে কাজ করেছেন চাঁদনি। অভিনয় করেছেন ১০ টি সিনেমাতে।
তাঁদেরই মধ্যে একজন চাঁদনি। ১৯৯১-এ সলমন খানের সঙ্গে সিনেমা ‘সনম বেওয়াফা’-র মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছিল।
বলিউডের দাবাং তারকা সলমন খানের সঙ্গে বেশ কয়েকজন নায়িকা তাঁদের কেরিয়ার শুরু করেছেন। এই নায়িকাদের মধ্যে অনেকেই কেরিয়ারে সাফল্য পেতে ব্যর্থ হয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -