'আর পিছন ফিরে দেখো না'...সুশান্তের সঙ্গে ব্রেক আপের পর রিয়াকে আর কী উপদেশ দিয়েছিলেন মহেশ?

এই ছিল রিয়া ও মহেশের হোয়াটসঅ্যাপ কথোপকথন
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে দুটি টিম গড়ে তদন্তে নামল সিবিআই। আজ বান্দ্রা থানায় গিয়ে মুম্বই পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের অফিসাররা। সিবিআইয়ের হাতে সুশান্তের ডায়রি, ল্যাপটপ, মোবাইল ও নথিপত্র তুলে দিয়েছে মুম্বই পুলিশ। সিবিআইয়ের আর একটি দল সুশান্তের রাঁধুনিকে জিজ্ঞাসবাদ করছে। আজই সুশান্তের ফ্ল্যাটে যেতে পারে সিবিআই টিম।

সুশান্ত মৃত্যুর পর থেকেই রিয়া ও মহেশ ভট্টর ঘনিষ্ঠতা নিয়ে বহু চর্চা হয়। সেই জন্যই মহেশের প্রতি ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা।
সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙায় নাকি খুশিই হয়েছিলেন তিনি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সামনে এল মহেশ ভট্ট ও রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -