swami vivekananda Popular quotes: আজ স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি,'তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা' পড়ুন বিবেকানন্দের অনুপ্রেরণাদায়ক বাণী
আজ স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি। সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি ও সব রামকৃষ্ণ মঠ ও মিশনে সারাদিন ধরে চলবে বিশেষ পুজো, হোম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বামীজি বলেছিলেন, দুর্বলের ওপর কেউ অত্যাচার করছে দেখলে আমাদের উচিত, অত্যাচারীকে উত্তম মধ্যম দেওয়া। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার তোমার সব সময় আছে। সাহসী হওয়া ও অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা- স্বামীজির যাবতীয় উপদেশ কেন্দ্রীভূত হয়েছে এই দুটি বাণীকে মুখ্য করে। ভারতীয় তরুণ সমাজের মধ্যে এই সাহসিকতার বাণী প্রোথিত করার উদ্দেশে নিজের জীবনটাই উৎসর্গ করে দেন ৩৯ বছরে প্রয়াত সন্ন্যাসী।
উনিশ শতকের বাংলায় রামমোহন, বিদ্যাসাগররা নবজাগরণ এনেছিলেন ঠিকই কিন্তু তাকে ধরে রাখার মত আধার কই। ইংরেজের শোষণ নীতি ছিবড়ে করে দিয়েছে বাঙালিকে, তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মেকলের চুঁইয়ে পড়া শিক্ষানীতি। অনশন, অর্ধাশনে বাঙালি তখন বিপর্যস্ত, নিজের জমি, অস্তিত্বটুকুর জন্য লড়াই করার ক্ষমতাও নেই।
কীভাবে আসবে বহু প্রতীক্ষিত সাফল্য? স্বামীজি বলেছেন, ‘সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডুষে সমুদ্র পান করিব। আমার ইচ্ছামাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সঙ্কল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে’।
তাঁর বাণীমাত্র সম্বল করে যাঁরা গভীর রাতে প্রাণের মশাল জ্বালিয়ে ক্ষুরধার পথ ধরে হেঁটেছিলেন, অগ্নিযুগের সেই পথিকদের তিনি বলেছিলেন, ‘ওঠ, সাহসী হও, বীর্যবান হও। সব দায়িত্ব নিজের উপর গ্রহণ কর—জানিয়া রাখ, তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সহায়তা চাও, তাহা তোমার ভিতরেই রহিয়াছে’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -