Debit Card Security : OTP ছাড়াই গায়েব টাকা? কীভাবে সাবধান হবেন ডেবিট কার্ড নিয়ে
রোজকার বাজার থেকে শখের সাজসজ্জা সবই তো এখন জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। তারপর ডেবিট কার্ডের সিভিভি আর এক্সপায়রি ডেট বসিয়ে ওটিপি এলেই শপিং কমপ্লিট !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি কি জানেন, এই তথ্যগুলি চুরি করেই আপনার অ্যাকাউন্ট থেকে সব পয়সাকড়ি সাফ করে দিতে পারে প্রতারকরা। দেশে বিদেশে এরকম বেশ কিছু গ্যাং এইসব দুষ্কর্ম ঘটিয়ে থাকে।
কোনও ভাবে যদি আপনার কার্ডের ডিটেইলস সেই সংস্থার অ্যাপ বা সাইটে সেভ থেকে যায় আর তা যদি লিক হয়ে যায়, তাহলে আপনার কার্ডের সব তথ্য চলে যাবে প্রতারকদের কাছে !
ভাবছেন, কার্ডের তথ্য চুরি হলেও, ওটিপি ছাড়া কেনাকাটা যাবে না? ভুল ভাবছেন। নিজের দেশের মধ্যের কোনও ই-কমার্স সাইট বা অনলাইন বিপণি থেকে কেনার সময়, আপনার ফোনে ওটিপি আসবে, তা দিলে তবেই জিনিসপত্র কেনাকাটা করা যাবে।
আপনি যদি কোনও বিদেশি সাইট থেকে কেনাকাটা করেন, তবে তো ওটিপি ছাড়াই কিনতে পারবেন। আবার বিদেশে বসে আপনার কার্ড ব্যবহার করে এদেশের সাইট থেকে কিনতেও ওটিপি লাগে না।
একবার কার্ডের তথ্য হাতিয়ে নিতে পারলে আপনার অ্যাকাউন্ট খালি করতে প্রতারকদের সময় লাগবে না । তাহলে উপায় ?
বড় বড় সংস্থার সাইট থেকেও কিন্তু প্রতারকরা ফাঁদ পেতে তথ্য হ্যাক করতে পারে। তাই ডেবিট কার্ড ডিটেইলস একেবারেই সেভ রাখবেন কোথাও। আপনার তথ্য ওই সাইটে যাতে সেভ না থাকে, তার জন্য একটি টিক অফ করতে হয়। সেটা মনে করে করবেন।
প্রতিবার ট্রানজ্যাকশনের সময় সময় নিয়ে সব তথ্য লিখুন, সময় বাঁচানোর জন্য কার্ডের ডিটেইলস সেভ রাখবেন না।
প্রতিটি ব্যাঙ্কই গ্রাহককে প্রতিদিনের অনলাইন ট্রানজ্যাকশন করার ঊর্ধ্বসীমা বেঁধে দেয়। সেটা অনলাইন ব্যাঙ্কিংয়ে গিয়ে আপনিও ইচ্ছেমতো সেট করে দিন। এতে অন্তত কার্ড বা কার্ডের তথ্য চুরি হয়ে গেলেও একদিনে একটা নির্দিষ্ট আ্যামাউন্ট অবদিই খরচ করতে পারবে প্রতারক।
ক্রেডিট কার্ডে খরচের ঊর্ধ্বসীমাও অকারণ বেশি রাখবেন না। মনে রাখবেন, অনলাইন শপিং যতটা সুবিধে করে দিয়েছে আপনাকে, ততটাই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তারই মধ্যে কিছু সাবধাণতা আপনাকে বিপদসীমার বাইরে রাখতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -