Elon Musk: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করতে চলেছেন এলন মাস্ক
বর্তমানে চারদিকে বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার ব্যবহার নিয়ে হইচই শুরু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএলন মাস্কও এই AI- এর ব্যবহার বন্ধ করার প্রযঙ্গে একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন কিছুদিন আগে। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের ছয় মাসের মাথাতেই শোনা গেল এলন মাস্কের নিজস্ব AI প্ল্যাটফর্ম বা মাধ্যম লঞ্চ হতে চলেছে।
এলন মাস্কের এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সংস্থার নাম X.AI Corp। বিভিন্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও X.AI Corp- এর সম্পর্কে বিশদে কোনও তথ্য এখন জানা যায়নি।
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে এলন মাস্কই সরব হয়েছিল, এবার তিনি নিজেই প্রযুক্তির সেই দিক নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছেন।
মাঝে শোনা গিয়েছিল, এলন মাস্ক নাকি এমন AI মডেল তৈরির দিকে মনযোগ দিয়েছেন যারা সত্যি খুঁজে বের করবে এবং জনপ্রিয় AI ল্যাঙ্গুয়েজ মডেল ChatGPT-র পরিবর্ত হিসেবে ব্যবহার করা যাবে।
এর পাশাপাশি ChatGPT নিয়ে সমালোচনাও করেছেন এলন মাস্ক। প্রযুক্তির এই পর্যায়ের তীব্র নিন্দা করে মাস্ক বলেছেন রাজনৈতিক দিক থেকে এই ChatGPT খুব একপেশে।
তবে এখন এই AI নিয়েই মেতেছেন এলন মাস্ক। শোনা যাচ্ছে, নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তৈরির জন্য এলন মাস্ক নাকি ১০ হাজার graphics processing units (GPUs) কিনেছেন।
AI ডেভেলপমেন্টের জন্য ট্যুইটারের কোনও ডেটা সেন্টার থেকে এই তথ্য জানা গিয়েছে। বর্তমানে এলন মাস্ক ট্যুইটারের সিইও এবং মালিকও বটে। এছাড়াও টেসলা এবং স্পেস এক্স নামের সংস্থা রয়েছে এলন মাস্কের।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এলন মাস্ক নতুন নন। এর আগে ২০১৫ সালে OpenAI প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অর্থাৎ এই ডোমেনে মাস্ক নতুন নন।
বর্তমানের ChatGPT নির্মাণের পিছনে রয়েছে এই OpenAI কোম্পানি। ২০১৮ সালে অবশ্য OpenAI কোম্পানি থেকে সরে যান এলন মাস্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -