Elon Musk: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করতে চলেছেন এলন মাস্ক

AI Company: এলন মাস্কের এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সংস্থার নাম X.AI Corp। বিভিন্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও X.AI Corp- এর সম্পর্কে বিশদে কোনও তথ্য এখন জানা যায়নি।

ফাইল ছবি

1/10
বর্তমানে চারদিকে বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার ব্যবহার নিয়ে হইচই শুরু হয়েছে।
2/10
এলন মাস্কও এই AI- এর ব্যবহার বন্ধ করার প্রযঙ্গে একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন কিছুদিন আগে। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের ছয় মাসের মাথাতেই শোনা গেল এলন মাস্কের নিজস্ব AI প্ল্যাটফর্ম বা মাধ্যম লঞ্চ হতে চলেছে।
3/10
এলন মাস্কের এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সংস্থার নাম X.AI Corp। বিভিন্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও X.AI Corp- এর সম্পর্কে বিশদে কোনও তথ্য এখন জানা যায়নি।
4/10
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে এলন মাস্কই সরব হয়েছিল, এবার তিনি নিজেই প্রযুক্তির সেই দিক নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছেন।
5/10
মাঝে শোনা গিয়েছিল, এলন মাস্ক নাকি এমন AI মডেল তৈরির দিকে মনযোগ দিয়েছেন যারা সত্যি খুঁজে বের করবে এবং জনপ্রিয় AI ল্যাঙ্গুয়েজ মডেল ChatGPT-র পরিবর্ত হিসেবে ব্যবহার করা যাবে।
6/10
এর পাশাপাশি ChatGPT নিয়ে সমালোচনাও করেছেন এলন মাস্ক। প্রযুক্তির এই পর্যায়ের তীব্র নিন্দা করে মাস্ক বলেছেন রাজনৈতিক দিক থেকে এই ChatGPT খুব একপেশে।
7/10
তবে এখন এই AI নিয়েই মেতেছেন এলন মাস্ক। শোনা যাচ্ছে, নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তৈরির জন্য এলন মাস্ক নাকি ১০ হাজার graphics processing units (GPUs) কিনেছেন।
8/10
AI ডেভেলপমেন্টের জন্য ট্যুইটারের কোনও ডেটা সেন্টার থেকে এই তথ্য জানা গিয়েছে। বর্তমানে এলন মাস্ক ট্যুইটারের সিইও এবং মালিকও বটে। এছাড়াও টেসলা এবং স্পেস এক্স নামের সংস্থা রয়েছে এলন মাস্কের।
9/10
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এলন মাস্ক নতুন নন। এর আগে ২০১৫ সালে OpenAI প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অর্থাৎ এই ডোমেনে মাস্ক নতুন নন।
10/10
বর্তমানের ChatGPT নির্মাণের পিছনে রয়েছে এই OpenAI কোম্পানি। ২০১৮ সালে অবশ্য OpenAI কোম্পানি থেকে সরে যান এলন মাস্ক।
Sponsored Links by Taboola