Chandrayaan-3 Update: ইসরোর চন্দ্রাভিযানে করোনা কোপ, পিছিয়ে গেল চাঁদে ইতিহাস তৈরির কাজ
চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ সফল হলেও শেষ ভাল হয়নি। বলা ভাল সফল হয়নি। চলতি বছরই চন্দ্রযান-৩ অভিযান হওয়ার কথা ছিল কিন্তু সেখানেও করোনা কোপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅতিমারির জন্য পিছিয়ে গেল চাঁদে যাওয়ার দিন। এবারে সফলভাবে ল্যান্ড করতে পারলে ইতিহাস তৈরি করবে ভারত।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন ২০২২ সালেই চাঁদে ফের পাড়ি দেবে ভারত।
মন্ত্রী জানিয়েছেন, চন্দ্রায়ণ -৩-এ কাজ করার জন্য সিস্টেমের কার্যকারিতা কনফিগারেশন চূড়ান্তকরণ, সাবসিস্টেম রিয়েলাইজেশন, ইন্টিগ্রেশন, মহাকাশযান স্তরের বিশদ পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন বিশেষ পরীক্ষাসহ বিভিন্ন প্রক্রিয়া চলছে।
চন্দ্রযানের এই অভিযানের কথা মাথায় রেখে লকডাউনের সময়ও কাজ বন্ধ করেনি ইসরো। কাজ এগিয়েছে অনেকটাই।
চন্দ্রযান-২-এর অরবিটার এখনও প্রদক্ষিণ করছে চাঁদকে। তাই আলাদা করে অর্বিটার পাঠানো হবে না এবার। নতুন চন্দ্রযানে কেবল ল্যান্ডার, রোভার থাকবে।
ইসরোর চেয়ারম্যান কে শিবন সম্প্রতি জানিয়েছিলেন, চন্দ্রযান-৩-এর গঠন অনেকটাই চন্দ্রযান-২-এর মতো হবে।
২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ল্যান্ডার বিক্রম ভেঙে পড়ে চাঁদের মাটিতে।
এই ব্যর্থতা মুছেই নতুন করে চন্দ্রজয়ের স্বপ্ন দেখছে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -