Flagship Phone: ২০২৩- এ ইউজারদের নজর কেড়ে নিতে লঞ্চ হতে পারে এই ৫ ফ্ল্যাগশিপ ফোন
২০২৩ সাল অর্থাৎ এই নতুন বছরেও বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় কী কী ফোন রয়েছে একনজরে দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাপেল আইফোন ১৫ আলট্রা লঞ্চ হতে পারে ভারতে। সম্ভবত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হতে পারে।
অ্যাপেল আইফোন ১৫ আলট্রা মডেলে থাকতে পারে টাইটেনিয়াম বডি। এছাড়াও থাকতে পারে কাস্টোমাইজড ফ্ল্যাগশিপ প্রসেসর।
গুগল পিক্সেল ৮ প্রো- এই স্ল্যাগশিপ ফোনও ২০২৩ সালে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হতে পারে।
গুগলের এই ফোনে থার্ড জেনারেশন প্রসেসর এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই গুগল পিক্সেল ফোনে থাকতে পারে আকর্ষণীয় ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা- স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে এবছর ফেব্রুয়ারি মাসে।
এই ফোনে থাকতে পারে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর। এছারাও স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের তুলনায় আধুনিক ও উন্নত মানের ক্যামেরা ফিচার থাকতে পারে গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলে।
ওয়ানপ্লাস ১১- নতুন বছরের ৭ ফেব্রুয়ারি এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এখানে থাকবে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর।
ওয়ানপ্লাসের আসন্ন ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা, 2K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে।
আইকিউওও ১১- জানুয়ারি মাসেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -