Cyber Crime Alert: নিজের সঙ্গে বিপদে ফেলবেন পরিচিতদের ! হোয়াটসঅ্যাপের এই তথ্য দেননি তো ?
আপনার এক ভুলই দরজা খুলে দেবে প্রতারকদের কাছে। নিজের কাছে ফোন থাকলেও আপনার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ চলে যাবে জালিয়াতদের কাছে। সেখান থেকে আপনার কনট্যাক্টস, ছবি ছাড়াও বন্ধুদের বিস্তারিত বিবরণ পেয়ে যাবে প্রতারকরা। হোয়াটসঅ্যাপে এই প্রতারণা চক্র রুখতে মহানগরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppWhatsApp Fraud: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর মাধ্যমে এই সচেতনতার পাঠ দিচ্ছে কলকাতা পুলিশ। ভিডিয়োতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। ভেরিফিকেশন কোড ও ওটিপির মাধ্যমে চলছে এই প্রতারণা চক্র।
যেখানে নিজেদের মোবাইলে আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করছে প্রতারকরা। এরপরই হোয়াটসঅ্যাপের নিয়ম মেনে আপনার নম্বরে আসবে ওটিপি বা ভেরিফিকেশন কোড। এখান থেকেই শুরু হয় প্রতারকদের কাজ।
নানা অছিলায় আপনার থেকে এই হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড পাওয়ার চেষ্টা করবে জালিয়াতরা। প্রতারকের পাতা ফাঁদে পা দিলেই বা হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড শেয়ার করলেই আপনার হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে। তাই এই ধরনের প্রতারণার থেকে হওয়া থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। কখনোই এই ধরনের ভেরিফিকেশন কোড বা ওটিপি কাউকে জানাবেন না।
বেশিরভাগ ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে রাখা গোপন ছবি, তথ্য ছাড়াও নম্বর হাতিয়ে নেয় প্রতারকরা। অনেকেই হাতের কাছে রাখবে বলে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কিং কোড, পাসওয়ার্ড ছাড়াও আধার, প্যান নম্বর স্টোর করে রাখেন। এই ধরনের তথ্য প্রতারকদের হাতে গেলে খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
এমনকী আপনার ছবি ব্যবহার করে হতে পারে নয়া জালিয়াতি। এখানেই শেষ নয়। আপনার হোয়াটসঅ্যাপ হাতিয়ে বন্ধু, পরিচিত ও আত্মীয়দের কনট্ক্টসও পেয়ে যাবে প্রতারকরা। যাতে নিজের সঙ্গে সঙ্গে পরিচিতদেরও বিপদ বাড়বে।
কখনোই হোয়াটসঅ্যাপের ওটিপি ভেরিফিকেশন কোড কারও সঙ্গে শেয়ার করবেন না। মনে রাখবেন হোয়াটসঅ্য়াপের ভেরিফিকেশন কোড বা ওটিপি হল আপনার হোয়াটসঅ্য়াপে ঢোকার পাসওয়ার্ড। অচেনা নম্বর থেকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করবেন না। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন ফ্যাক্টরটি সক্রিয় বা অ্যাকটিভেট করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -