Smartphone: ভারতে আসছে পোকো সি৫৫ এবং ভিভো ভি২৭ প্রো, ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫৬ ৫জি, রইল খুঁটিনাটি
ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৫৫ ফোন। শোনা যাচ্ছে, পোকো সি৫৫ ফোন রেডমি সি১২ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম ভারতে কত হতে পারে তার আন্দাজ পাওয়া গিয়েছে।
সম্প্রতি শোনা গিয়েছে, ভিভো ভি২৭ প্রো ফোনের দাম হতে পারে ৪১,৯৯৯ টাকা। তবে এর থেকে কিছুটা কমেই হয়তো ৪০ হাজার টাকার আশপাশে বিক্রি হবে এই ফোন।
জানা গিয়েছে, ভিভো ভি২৭ প্রো ফোনে থাকতে পারে একটি কার্ভড AMOLED ডিসপ্লে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ভিভো ভি২৭ প্রো।
ভিভো ওয়াই৫৬ ৫জি (Vivo Y56 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আপাতত অনলাইন এবং অফলাইন দু'ভাবেই এই ফোন কেনা যাবে।
জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ব্ল্যাক ইঞ্জিন এবং অরেঞ্জ শিমার- এই দুই রঙে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হয়েছে।
ভিভো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভিভো ওয়াই৫৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। একটিই র্যাম এবং স্টোরেজ ভার্সানে ও দু'টি রঙে ভারতে কেনা যাবে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -