Electric Aircraft: রোলস রয়েসের ইলেকট্রিক এয়ারক্রাফট, ঘণ্টায় গতি ৫৫৫ কিমি, দেখুন কেমন দেখতে
Electric_Aircraft
1/8
Electric Aircraft:রোলস-রয়েসের অল-ইলেকট্রিক 'স্পিরিট অফ ইনোভেশন' বিমান এখন সরকারিভাবে বিশ্বের দ্রুততম অল ইলেকট্রিক বিমানে পরিণত হয়েছে।
2/8
রোলস-রয়েসের মতে, স্পিরিট অফ ইনোভেশন মোট ১৫ মিনিটের ফ্লাইটে একটি নয়, অনেক রেকর্ড গড়েছে। যা এক কথায় অনবদ্য।
3/8
এই বিমান 213.04 কিলোমিটার প্রতি ঘণ্টার রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। শেষ পরীক্ষামূলক ফ্লাইটের সময়, এই বিমানটি 292.8 কিলোমিটার বেগে 15 কিলোমিটার উড়েছিল। সেই সময় এই ইলেকট্রিক এয়ারক্রাফট 532.1 কিমি প্রতি ঘণ্টার গতিতে উড়েছিল।
4/8
এই বৈদ্যুতিক বিমানটি 60 সেকেন্ডের মধ্যে 3000 মিটার উচ্চতায় পৌঁছনোর রেকর্ড করেছিল। আগে 202 সেকেন্ডে এই উচ্চতা অর্জনের রেকর্ড ছিল। এবার এই এয়ারক্রাফটের জেরে যা ভেঙে গেল।
5/8
এর দ্বিতীয় রেকর্ডটি ছিল সর্বোচ্চ গতির। যেখানে এই ইলেকট্রিক এয়ারক্রাফট 623 কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি অর্জন করেছে। এই রেকর্ডের পরই বিশ্বের দ্রুততম ইলেকট্রিক এয়ারক্রাফটের তকমা পেয়েছে 'স্পিরিট অফ ইনোভেশন'।
6/8
এই বৈদ্যুতিক বিমানটিতে কেবল একটি আসন রয়েছে। এতে অন্য যেকোনও বিমানের তুলনায় সবচেয়ে শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। 6480 সেলের ব্যাটারি প্যাক রয়েছে বিমানে। যা 7500 টি মোবাইল চার্জ করার জন্য যথেষ্ট।
7/8
বিমানটিতে একটি 400Kw বৈদ্যুতিক মোটর রয়েছে। এই মোটরটি সুপারকারের সমান 534bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এর সামনের প্রপেলার এক মিনিটে 2200 রাউন্ড ঘোরে।
8/8
ইউকে মিনিস্ট্রি অফ ডিফেন্স বোসকমের টেস্টিং সাইটে রোলস-রয়েস বৈদ্যুতিক বিমানটি 3 কিমি দূরত্ব 555.9kmph বেগে উড়েছিল।
Published at : 24 Jan 2022 12:42 AM (IST)