Password: 'স্ট্রং পাসওয়ার্ড' তৈরি করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন?
আজকাল আমরা অ্যাপের মাধ্যমেই প্রায় সব ধরনের কাজ করে থাকি। সোশ্যাল মিডিয়া অ্যাপ হোক বা শপিং অ্যাপ, সবক্ষেত্রেই এখন আট থেকে আশির অবাধ বিচরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সব ধরনের অ্যাপের ক্ষেত্রেই আমাদের পাসওয়ার্ড দিতে হয়। সোশ্যাল মিডিয়া অ্যাপ, শপিং অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ ছাড়াও রয়েছে জিমেল এবং আরও অনেক কিছু যেখানে পাসওয়ার্ড দিতে হয় ইউজারকে।
এইসব পাসওয়ার্ড তৈরি করার সময় কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। নাহলে সমস্যায় পড়তে পারেন আপনি। এক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, সেগুলি জেনে নেওয়া যাক।
পাসওয়ার্ড তৈরি করার সময় নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি এড়িয়ে চলাই ভাল। কারণ হ্যাকাররা খুব সহজেই এইসব তথ্য অনুমান করে আপনার পাসওয়ার্ড বুঝে নিতে পারবে।
পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু ক্যারেক্টার ব্যবহার করতে হয়। এই তালিকায় রয়েছে @ কিংবা _ অথবা #, এইগুলি ব্যবহার করলে আপনার পাসওয়ার্ড মনে রাখতে সুবিধা হবে। খুব জটিল কিছু ক্যারেক্টার ব্যবহার করলে পাসওয়ার্ড মনে রাখতে অসুবিধা হতে পারে।
আমরা অনেক অনলাইন অ্যাপে বিভিন্ন ওটিটি কনটেন্ট দেখি। এইসব অনলাইন স্ট্রিমিং অ্যাপেও দিতে হয় পাসওয়ার্ড। এক্ষেত্রে খুব জটিল কোনও পাসওয়ার্ড না দেওয়াই ভাল। তাহলে ভুলে যেতে পারেন। যদিও পাসওয়ার্ড রিট্রিভ করার অপশন থাকে।
পাসওয়ার্ড মনে রাখার জন্য কোথাও লিখে রাখতে পারেন। তবে সেটা সুরক্ষিত রাখতে হবে। যাতে অন্য কেউ আপনার পাসওয়ার্ড জেনে নিতে না পারে।
পাসওয়ার্ড রিট্রিভ করার সময় ওটিপি দেওয়ার ক্ষেত্রে মেল বা ফোন নম্বর দুটোই ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে ইমেলের অপশন অনেক বেশি নিরাপদ।
মনে রাখার সুবিধার জন্য শপিং অ্যাপগুলির পাসওয়ার্ড এক ধরনের রাখতে পারেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির ক্ষেত্রে পাসওয়ার্ড মোটামুটি এক ধরনের রাখতে পারেন মনে রাখার সুবিধার্থে। তবে সামান্য ফারাক রাখা প্রয়োজন।
খুব জটিল পাসওয়ার্ড তৈরি করবেন না কখনই। তাই নিজের নাম, ফোন নম্বর, জন্ম তারিখ- এইসব দিয়েও পাসওয়ার্ড তৈরি করবেন না। মনে থাকবে এই ধরনের ক্যারেক্টার যুক্ত করে একটি পাসওয়ার্ড তৈরি করা জরুরি। কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -