Whatsapp: হোয়াটসঅ্যাপের 'অ্যাডমিন রিভিউ' ফিচারের সাহায্যে কী কী সুবিধা পাবেন ইউজাররা?
হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের হাতে আসছে আরও ক্ষমতা, চালু হচ্ছে 'অ্যাডমিন রিভিউ' ফিচার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপে 'অ্যাডমিন রিভিউ' ফিচার চালু হয়ে গেলে গ্রুপের একজন বা একাধিক সদস্য কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারেন।
এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা দেওয়া হবে যাতে তাঁরা ভালভাবে হোয়াটসঅ্যাপের গ্রুপ মডারেট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে 'অ্যাডমিন রিভিউ' ফিচার চালু হয়ে গেলে গ্রুপের একজন বা একাধিক সদস্য কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি অ্যাডমিনের মনে হয় তাহলে তিনি ওই নির্দিষ্ট মেসেজের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবেন।
আপাতত এইফিচার অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হবে বলে শোনা গিয়েছে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের দ্বারা চিহ্নিত করা মেসেজ থেকে কোনওভাবে গ্রুপের নিয়ম লঙ্ঘন করা হয় বা সেটি আপত্তিকর তাহলে সেই মেসেজের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনের হাতে।
হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজের বিরুদ্ধে রিপোর্ট আসবে সরাসরি ওই মেসেজ গ্রুপ থেকে ডিলিট করে দেওয়ার সুবিধা পাবেন অ্যাডমিনরা।
নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজে সদস্যরা রিপোর্ট করছেন, সেটা কেবলমাত্র গ্রুপের অ্যাডমিনই জানতে পারবেন বা দেখতে পাবেন।
ওই গ্রুপের ইনফো অপশনের মধ্যে একটি নতুন বিভাগে যুক্ত থাকবে এই ফিচার। সেখানেই রিপোর্ট হওয়া মেসেজ দেখতে পাবেন অ্যাডমিনরা। এই মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন পাবেন গ্রুপের অ্যাডমিন প্যানেলে থাকা ব্যক্তিরা।
মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে 'অ্যাডমিন রিভিউ' ফিচার কবে চালু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -