চলতি বছরের এই সিনেমাগুলি দেখেছেন? না দেখলে মিস করবেন, রইল IMDb-র তালিকায় সবথেকে উপরে থাকা বলিউডের সিনেমাগুলি
করোনার প্রকোপ বদলে দিয়েছে আমাদের জীবন। যার প্রভাব থেকে বাদ পড়েনি সিনেমা দেখার ধরণও। নিউ নর্ম্যালে এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হলে গিয়ে সিনেমা দেখার অভ্যেস, তবে এর মাঝেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা দেখার দিকে অনেক বেশি ঝুঁকেছেন মানুষ। এমনিতেই লকডাউনে দীর্ঘদিন হল জেরে বিঘ্নিত হয়েছিল অনেক সিনেমার মুক্তি, তবে বাধা বিপত্তি কাটিয়ে নতুনপথের সঙ্গে ফের চেনা ছন্দে ফিরছে আগের মতো হলে গিয়ে সিনেমা দেখাও। এমন একটি বছরে সেরা সিনেমার তকমা পেল কোন ছবিগুলি, সেটাই দেখে নেওয়া যাক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতানহাজি- অজয় দেবগণের অভিনীত তানহাজি, দ্য আনসাং ওয়ারিয়র চলতি বছরের অন্যতম হিট সিনেমা। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে তানহাজি মালুসারের সাম্রাজ্য পুর্নদখলের জন্য ঐতিহাসিক লড়াই দেখানো হয়েছে যেখানে। সেফ আলি খানও রয়েছেন সিনেমাটিতে। ৭.৬ রেটিং পেয়েছিল সিনেমাটি।
লুডো- দুরন্ত গল্পের মিশ্রণ ও সেই মানের অভিনয়ে দারুণভাবে প্রশংসিত হয়েছে লুডো। অনুরাগ বসুর এই ছবি নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল ১৯ অক্টোবর। পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুরের মতো অভিনেতার নিয়ে তৈরি সিনেমাটি ৭.৭ রেটিং পেয়েছে।
লুটকেস- কুণাল খেমু ও রাসিকা দুগালের অভিনীত এই কমেডি থ্রিলারটি জুলাই মাসে রিলিজ হয়েছিল ডিজনি প্লাস হটস্টারে। কুণালের অভিনীত চরিত্র নন্দু টাকা ভর্তি এক সুটকেস খুঁজে পান, তা নিয়ে আবর্তিত হয়েছে মজার এই ছবিটি। রেটিং ৭.৬।
দিল বেচারা- সুশান্ত সিংহ রাজপুতের অভিনীত শেষ সিনেমা। ডিজনি প্লাস হটস্টারে ২৪ জুলাই মুক্তি পেয়েছিল যে ছবি। জন গ্রিনের বই ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-র গল্প ও একই নামের ইংরেজি সিনেমার অনুসরণে তৈরি হওয়া সিনেমাটি ৭.৯ রেটিং পেয়েছিল আইএমডিবিতে।
চিন্টু কা বার্থডে- বিনয় পাঠক অভিনীত এই সিনেমা ছিল একেবারে সারপ্রাইজ প্যাকেজ। সাধারণ এক মানুষ কীভাবে অসাধারণ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, মজার মোড়কে সেই গল্পই দেখানো হয়েছে। ইরাকে আটকে পড়া ছয় বছরের চিন্টুর এই গল্প ৭.৮ রেটিং পেয়েছে।
আংরেজি মিডিয়াম- ইরফান খান অভিনীত শেষ ছবি। ১৩ মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল যে ছবি। ২০১৭ সালের হিন্দি মিডিয়াম ছবির সিকুয়েল এটি। সাধারণ এক মধ্যবিত্তের অনেক প্রতিবন্ধকতার মধ্যেও মেয়েকে লন্ডনের স্কুলে পড়ানোর স্বপ্নপূরণের গল্প মজার মোড়কে দেখানো হয় যেখানে। যা ৭.৩ রেটিং পেয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -