Trina and Neel Wedding Photos: হলুদ সাজে বিয়ের সকালে বসন্ত এল নীল-তৃণার জীবনে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীল ও তৃণাকে আগামী জীবনের শুভেচ্ছা
শোনা যাচ্ছে, রিসেপশনে নীল তৃণা সাজবেন মুঘল স্টাইলে। তৃণা পরতে পারেন ওয়াইন রঙের লহেঙ্গা আর নীল শেরওয়ানি।
আজ বিয়ের আসরে হাজির থাকবেন দুজনের ঘনিষ্ঠরাই। বিয়ের রাতের সাজে থাকবে সাবেকি ছোঁয়া। পোশাক পরিকল্পনায় অভিষেক রায়।
হলুদ লহেঙ্গা ও ফুলের সাজে চোখ ধাঁধিয়ে দিয়েছেন তৃণা। নীলের সাজেও হলুদ বসন্ত।
অবশেষে আজ চার হাত এক হওয়ার পালা। গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল। তার এক্লক্লুসিভ ছবি এসে পৌঁছেছে এবিপি লাইভের হাতে।
আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দুই তারকার বিয়ে নিয়ে হইচই চলছে বহুদিনই। মেহেন্দি থেকে ব্যাচেলরেট পার্টি, সব কিছুর ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -