দেখুন, বেবিবাম্পের নতুন ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা, বিরাট লিখলেন, 'এক ফ্রেমে আমার গোটা পৃথিবী'
২০১৭ সালের ডিসেম্বরে চার হাত এক হয় বিরাট অনুষ্কার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্কার পোস্টে হবু বাবা বিরাট সঙ্গে সঙ্গেই লেখেন, আমার গোটা পৃথিবী, একটা ফ্রেমের মধ্যে।
অনুষ্কা লেখেন, 'এর থেকে বড় সত্যি আর খুশির কিচ্ছু হয় না। শরীরের মধ্যে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ। '
গত ২৭ অগাস্ট এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেন বিরাট-পরিবার। ২০২১ এই নতুন সদস্যের আগমন, জানান তিনি।
আইপিএল মরসুম শুরুর একেবারে প্রাক মুহূর্তে খুশির খবর শোনান ভারত অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলপতি বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাটের ঘোষণা, পরিবারে আসছে নতুন সদস্য, তিনি বাবা হতে চলেছেন।
গত ১৩ সেপ্টেম্বর, অনুষ্কা বেবি বাম্প সহ একটি ছবি পোস্ট করে লিখেছেন, শরীরের মধ্যে বেড়ে ওঠা নতুন প্রাণের কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -