World Cancer Day Photos: ক্যান্সার মানেই আটকে যাওয়া নয়
ক্যান্সার আমাকে দেখিয়ে দিয়েছে, পরিবার কী। এর মাধ্যমে আমি ভালবাসার কথা জানতে পেরেছি, যে বিষয়ে এর আগে আমার কোনও ধারণাই ছিল না, জানালেন মার্কিন অভিনেতা মাইকেল ডগলাস। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রিকেট আমার জীবন। ক্যান্সার হওয়ার আগে আমি ‘হ্যাপি গো লাকি’ ছিলাম। আমি কেরিয়ারের কথা ভাবতাম এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আমার ভাবনা সম্পূর্ণ বদলে গিয়েছে। আমি স্বাভাবিকভাবে খেতে পেরে এবং নিঃশ্বাস নিতে পেরে খুশি। জীবন ফিরে পেয়ে আমি খুশি। বার্তা ক্রিকেটার যুবরাজ সিংহের, যিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছেন।
কীভাবে অভিজ্ঞতা আমাদের বদলে দেয়, সেটা এককথায় বলা যাবে না। সব পরিবর্তন দেখা যায় না। আমি শিখেছি, কখনও ক্যান্সার যাতে আমাকে আটকে রাখতে না পারে, সেটা দেখতে হবে। আমি সেজেগুজে থাকব, বলছেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে।
আমার জীবনে উপহার হিসেবে এসেছে ক্যান্সার। আমার দৃষ্টিভঙ্গি ধারাল হয়েছে, মন পরিষ্কার হয়েছে, চিন্তাভাবনা বদলে গিয়েছে। আমি আবেগ, রাগ, উদ্বেগকে শান্তভাবে ব্যক্ত করতে পারছি, বক্তব্য ক্যান্সারজয়ী অভিনেত্রী মণীষা কৈরালার।
ক্যান্সার মানেই কি জীবন শেষ? জীবনের যাবতীয় কাজকর্ম, শখ-আহ্লাদ সব শেষ হয়ে গেল? এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। বিশ্ব ক্যান্সার দিবসে এমনই বলছেন ক্যান্সারজয়ী তারকারা।
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম পদক্ষেপ হল, হাসিখুশি থাকতে হবে। আমি অনুভব করেছি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে গেলে ৫০ শতাংশ নির্ভর করতে হবে চিকিৎসার উপর এবং বাকি ৫০ শতাংশ ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। এমনই বার্তা দিলেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু। ছবি সৌজন্যে এএনআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -