বয়স ১০২ ছুঁইছুঁই, সাঁতারে আরও রেকর্ড গড়তে চান এই জাপানি মহিলা
এই বয়সেও সাঁতার কাটার মতো সুস্থ থাকার রহস্য কী? মিয়েকোর জবাব, ভাল করে খাওয়া এবং কাজ করে যাওয়ার জন্যই তিনি সুস্থ আছেন। ১০৫ বছর পর্যন্ত সাঁতার কাটার ইচ্ছা রয়েছে তাঁর। ছবি সৌজন্যে এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি জাপানে বয়স্কদের সাঁতার প্রতিযোগিতায় ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ২৬ মিনিট ১৬.৮১ সেকেন্ড সময় করে দ্বিতীয় হয়েছেন মিয়েকো। ছবি সৌজন্যে এএফপি
মিয়েকো নাগাওকা নামে এই সাঁতারু আর কয়েকদিন পরেই ১০২ বছরে পা দেবেন। ছবি সৌজন্যে এএফপি
কিন্তু এই বয়সেও তিনি নিয়মিত সাঁতারের প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন এবং একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। ছবি সৌজন্যে এএফপি
মিয়েকো সাঁতার শুরু করেছেন বয়স আশি হয়ে যাওয়ার পরে। ইতিমধ্যেই তিনি একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। ভবিষ্যতে আরও রেকর্ড গড়তে চান। ছবি সৌজন্যে এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -