২৬/১১ হামলায় পুলিশকে সাহায্যকারী ‘টাইগার’ প্রয়াত
ফিজা শাহ নামে এক পশুপ্রেমীর খামারবাড়িতেই ছিল টাইগার এবং আরও তিনটি সারমেয়। তারা চার জনই ২৬/১১ হামলার সময় পুলিশকে সাহায্য করেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচারটি সামরেময়র মধ্যে এখন বেঁচে আছে একমাত্র সিজার। টাইগারের মৃত্যুর পর থেকে সে আর উঠছে না। শনিবার রাত থেকে শুয়েই আছে। দেখেই বোঝা যাচ্ছে, সে ভেঙে পড়েছে।
ফিজা বলেছেন, প্রিয় সঙ্গী সুলতানের মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গ হয়ে পড়েছিল টাইগার। তার শরীর ক্রমশঃ খারাপ হতে শুরু করে। শুক্রবার রাত থেকে তার অবস্থার অবনতি হয়।
মুম্বইয়ে ২৬/১১ হামলার সময় পুলিশকে বোমা খুঁজতে সাহায্য করা সারমেয় টাইগারের জীবনাবসান হল। ওই সন্ত্রাসবাদী হামলার সময় তাজ হোটেলের বাইরে টানা কয়েকদিন ডিউটিতে ছিল টাইগার।
পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর একটি খামারবাড়িতে ছিল কালো রংয়ের এই ল্যাব্রাডরটি। সে ফুসফুসের সংক্রমণে ভুগছিল। শনিবার রাতে তার মৃত্যু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -