ক্যান্সার আক্রান্ত সারমেয়কে নিয়ে গোটা আমেরিকা ঘুরছেন নৌবাহিনীর প্রাক্তন কর্মী
এখন বেলাকে নিয়ে ফ্লোরিডার পশ্চিম উপকূলে ঘুরছেন রবার্ট। গরমে বেলার কষ্ট হচ্ছে বলে নেব্রাস্কায় চলে যাওয়ার কথা ভাবছেন রবার্ট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভ্রমণ শুরু হয়েছিল শিকাগো থেকে। তা এখনও চলছে
বেলা আর যে কদিন বাঁচবে সেই দিনগুলি যাতে আনন্দে কাটে, তার জন্যই তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রবার্ট
বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের সামনে রবার্ট ও বেলা
গত বছরের নভেম্বর থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছে। বেলার জীবনের সব সাধ পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই যাত্রা
সারমেয়টিকে পরিবারের সদস্য বলেই মনে করেন রবার্ট। সেই কারণেই তিনি বেলাকে সবসময় খুশি রাখতে চান
বেলার প্রতি রবার্টের এই গভীর ভালবাসা ফের প্রমাণ করে দিল, পোষ্য বন্ধু বা পরিবারের সদস্যদের মতোই প্রিয়
লিঙ্কনের হোমস হ্রদের জলে খেলা করছে রবার্টের প্রিয় পোষ্য
বেলার বয়স ৯ বছর। তার যকৃতে ক্যান্সার হয়েছে। হাড়েও ক্যান্সার হয়েছে। তা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তার একটি পা বাদ দিতে হয়েছে
গোটা যাত্রার ছবি তুলে রাখছেন রবার্ট। সোশ্যাল মিডিয়ায় রবাতাঁর সব অ্যাকাউন্টে এখন শুধু বেলারই ছবি
চিকিৎসকরা রবার্টকে জানান, বেলা আর ৩ থেকে ৬ মাস বাঁচবে
এই যাত্রায় রবার্ট ও বেলা হয় তাঁবু খাটিয়ে অথবা গাড়িতেই রাত কাটাচ্ছেন
এই ছবিটি তোলা হয়েছিল এ বছরের ৩১ জানুয়ারি। সেদিন ছিল বেলার জন্মদিন। রবার্ট এই দিনটিতে তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আশঙ্কা অমূলক হওয়ায় তিনি খুশি। সব ছবি সৌজন্যে ফেসবকু ও ইনস্টাগ্রাম
লিঙ্কন সংগ্রহশালার সামনে বেলা
ইয়েলোস্টোনস এবং ইয়োস্মিত ন্যাশনাল পার্কও ঘোরার ইচ্ছা রয়েছে রবার্টের
দ্য ব্যালড পর্বতের ফায়ার টাওয়ারের উপরে বেলা
ক্লিভল্যান্ডের একটি পার্কে বিশ্রাম নিচ্ছে বেলা
রবার্ট কুগলার নামে এই ব্যক্তির কুকুরের নাম বেলা। সে ল্যাব্রাডর প্রজাতির। গত বছর ক্যান্সার ধরা পড়ে তার। এরপরেই তাকে নিয়ে সারা দেশ ঘোরার পরিকল্পনা করেন রবার্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -