৫০০ ও ১০০০ টাকার নোট নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন, আর্জি রিজার্ভ ব্যাঙ্কের
জাল নোট মোকাবিলায় জনগন ও কর্তৃপক্ষকে সহযোগিতার আর্জি জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধিতে নোট জাল করা, জাল নোট কাছে রাখা, তা দিয়ে লেনদেন, তা নেওয়া এবং বাজারে ছাড়া বা অন্য কোনও ভাবে এ কাজে মদত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
নোটগুলি চিহ্নিত করার ক্ষেত্রে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করা যায় কিনা, তাও বিবেচনা করে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক।
জাল নোটের কারবারীদের ধরার ক্ষেত্রে সাহায্য করতে সাধারণ মানুষকে লেনদেনের ক্ষেত্রে সচেতন হওয়ার আর্জি জানিয়েছে আরবিআই।
ব্যাঙ্কনোটের সুরক্ষা সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি আরবিআই-এর ওয়েবসাইটে রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, ৫০০ ও ১০০০ টাকার মতো বেশি অঙ্কের নোট যাতে জাল করা সম্ভব না হয়, তারজন্য শক্তিশালী নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্য রাখা হয়েছে। সেজন্য ভালো করে খতিয়ে দেখলেই জাল নোট চিহ্নিত করা সম্ভব।
এজন্য কেন্দ্রীয় ব্যঙ্ক নোট ভালো করে যাচাইয়ের পর তা গ্রহণ করার পরামর্শ দিয়েছে।রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট বার্তা,পকেটে পোরার আগে নোট ভালো করে খতিয়ে দেখাটা অভ্যাসে করে ফেলতে হবে।
রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, কিছু দুষ্কৃতীর দৈনন্দিন লেনদেনের সময় জাল নোট চালিয়ে দেওয়ার বিষয়টি নজরে এসেছে। সাধারণ মানুষের সহজ-সরল মানসিকতার ফায়দা নিয়ে দুষ্কৃতীরা এই কাজ করছে।
দেশের অর্থনীতিতে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটের রমরমা উদ্বেগ ছড়িয়েছে। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) লেনদেন সময় ভালো করে নোটগুলি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -