সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এমএনএস নেতার 'মুখোশ'' খুলে দিতে চান অভিনেত্রী
অভিনেত্রীর দাবি, আলতাফ তাঁকে মাদক ব্যবহারে অভ্যস্ত করে। তিনি যখন মাদকাসক্ত হয়ে পড়েন তখন তিনি আলতাফের হাতের পুতুলে পরিণত হয়ে যান। তাঁকে আটকে রাখে। তাঁর অভিযোগ, আলতাফ তাঁর ওপর জোর খাটিয়ে যা ইচ্ছে তাই করত। আটক রাখার সময় তাঁকে গণধর্ষণ করা হয় বলেও অভিনেত্রীর অভিযোগ। অভিযোগ, একদিন আলতাফের ঘরে কোনও এক মহিলার পোশাক দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়েন ওই অভিনেত্রী। খুন হয়ে যাওযার আশঙ্কায় তিনি পালিয়ে দেহরাদূনে নিজের বাবা-মার কাছে চলে আসেন। সেখানে মাদকাসক্তি কাটানোর চিকিত্সার পর তিনি মুম্বইয়ে ফিরে এসে আলতাফের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, এই অভিনেত্রী বলিউডে কোনও সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ খুঁজছিলেন। এই সময়ই আলতাফের সঙ্গে তাঁর পরিচয় হয়। আলতাফ নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দেয় এবং ওই অভিনেত্রী লিড রোল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শেষপর্যন্ত যা ঘটল, তা ওই অভিনেত্রী আশঙ্কাও করতে পারেননি।
বান্দ্রা থানার এই ঘটনা এক জঘন্য ঘটনা প্রকাশ্যে এনেছে। ওই উঠতি অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে এক রাজনৈতিক নেতা তাঁকে ধর্ষণ করেছে। তাকে গণধর্ষণও করা হয়েছে। ওই অভিনেত্রী বলিউড ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
পুলিশ কিছুতেই ক্ষান্ত করতে পারেনি তাঁকে। তাই অভিনেত্রীকে জোর করে ধরে রেখে অভিযুক্তকে আদালতে পেশ করতে সক্ষম হয় পুলিশ।
নির্যাতিতা অভিনেত্রীর দাবি, আদালতে পেশের সময় আলতাফের মুখ ঢাকা দেওয়া চলবে না।
অভিযুক্ত এমএনএস নেতা আলতাফ মার্চেন্টকে দেখেই ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি। তাঁকে সামলাতে বেগ পেতে হয় পুলিশকে।
অভিযুক্তের গ্রেফতারির খবর পেয়েই বান্দ্রা থানায় ছুটে আসেন ওই অভিনেত্রী।
আইনি পথেই বদলা নিতে চান ওই অভিনেত্রী। জনসমক্ষে অভিযুক্তের মুখোশ খুলে দিতে চান তিনি।
মহারাষ্ট্রে এমএনএসের এক নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক উঠতি অভিনেত্রী। তাঁর অভিযোগ, ওই এমএনএস নেতা তাঁকে বন্দী করে গণধর্ষণ করেছে, এমনকি তাঁর মধ্যে মাদকাসক্তিও তৈরি করেছে। পুরো ঘটনার বদলা নিতে চান ওই অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -