ফের দূষণ ধোঁয়াশায় নাজেহাল দিল্লিবাসী, এয়ার কোয়ালিটি ইনডেক্স জানাল 'অত্যন্ত বিপজ্জনক'
সরকারের দাবি যথা সম্ভব ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশের ফসল পোড়ানোকেই এই দূষণের প্রধান কারণ হিসাবে দায়ী করা হচ্ছে।
সম্ভব হলে বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
দিল্লির গাজিয়াবাদ অঞ্চলের সকালের ছবি
যান চলাচলে চূড়ান্ত সমস্যা হচ্ছে
বিপুল পরিমান বৃক্ষরোপণের পরামর্শ দেওয়া হয়েছে দিল্লির মানুষকে
চিকিৎসকরা এন৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মানুষকে
লোদি রোডে বেলা আড়াইটেয় দূষণমাত্রা ২১৮
শিশু ও মধ্যবয়স্করা ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়
অত্যন্ত কম বৃষ্টির হবার কারণেই ফের ধোঁয়াশা ঘিরে ধরেছে দিল্লিকে
যতটা সম্ভব মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। মানুষ সকালে জগিং-এর সময়ও মুখে রাখথে মাস্ক
ধোঁয়াশায় ঢেকেছে অক্ষরধাম মন্দির
মথুরা রোডে এদিন দূষণমাত্রা ছিল ৩০৪
এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লি চিহ্নিত হয়েছে ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি’ হিসাবে
এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লিতে দূষণের মাত্রা ছাড়াল ৫০০। এই মাত্রা ২০০ ছাড়ালেই তা খারাপ।
গত কয়েকদিন দিল্লিতে কম ছিল দূষণের মাত্রা। দৃশ্যমানতা বেশ পরিস্কারই ছিল। কিন্তু আবহাওয়ার সামান্য পরিবর্তন হতেই ফের দিল্লিতে ফিরল দূষণ ধোঁয়াশা। রাস্তাঘাট ফের ঢাকল ধোঁয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -