নিউ ইয়র্কে ঋষি কপুরের সঙ্গে দেখা করতে সপরিবারে হাজির ঐশ্বর্যা রাই বচ্চন, রইলেন আলিয়াও
অগাস্ট মাসে নিজের জন্মদিনের আগেই দেশে ফিরবেন ঋষি কপূর। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। তবে কাজে কবে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। ( সব ছবি- ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট্ট আরাধ্যার সঙ্গে রনবীরের এই ছবিটি নজর কেড়েছে সবার। ছবিটিতে ঐশ্বর্যা, নীতু, আলিয়াকেও বেশ খুশি দেখাচ্ছে
রণবীর কপূরের বোন ঋদ্ধিমা কপূর নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন এই ছবিটা। ছোটদের নিয়ে মজায় সামিল হয়েছেন বড়রাও।
এবার সেই দলে সামিল হলেন সপরিবারে ঐশ্বর্যা রাই বচ্চন। অভিষেক বচ্চন ও আরাধ্যাকে নিয়ে নিউ ইয়র্কে বচ্চন বধূ। সেখানে দেখা করলেন ঋষি কপূর ও নীতু সিং-এর সঙ্গে। অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চন বিয়ে করেছেন ঋষি কপূরের বোন ঋতু নন্দার ছেলে নিখিল নন্দাকে। সেখানে হাজির ছিলেন তাঁরাও। সুতরাং বলাই যায় এটা বেশ পারিবারিক দেখা সাক্ষাৎ ছিল।
ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং-এ এখন ব্যস্ত রণবীর কপূর, আলিয়া ভট্ট। অন্যদিকে নিউ ইয়র্কে চিকিৎসার জন্য গিয়েছেন ঋষি কপূর। শ্যুটিং-এর থেকে সময় বাঁচিয়ে সেখানে হাজির রণবীর-আলিয়া। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেইসব ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -