মৃত বাবার স্মৃতিতে প্রার্থনা অনুষ্ঠানে ঐশ্বর্যাকে সান্ত্বনা অমিতাভর
টিনা অম্বানি। (সব ছবি: প্রবীণ উত্তুরকর/সোলারিস ইমেজেস)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসস্ত্রীক সুনীল শেট্টি।
সস্ত্রীক সুভাষ ঘাই।
সোনালি বেন্দ্রে।
সোনাক্ষী সিংহর মা পুনম সিংহ।
উর্মিলা মাতন্ডকর।
Shweta Bachchan Nanda during the prayer meeting for Aishwarya Rai Bachchan's father Krishnaraj Rai in Mumbai, India on March 21, 2017. (Pravin Utturkar/SOLARIS IMAGES)
রাজ কপূরের মেয়ে রীমা জৈন।
রমেশ সিপ্পি ও কিরণ জুনেজা।
পুনম ধিলোঁ।
কর্ণ জোহরের মা হীরু জোহর।
ডিম্পল কাপাডিয়া।
রাজকুমার হিরানি ও বিধুবিনোদ চোপড়া।
নীতু সিংহ।
ববি দেওল।
শ্বেতা নন্দা।
জয়া বচ্চন।
অমিতাভ বচ্চন সান্ত্বনা দিচ্ছেন পুত্রবধূকে।
মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যা।
অনুষ্ঠানটি হল মুম্বইতে। ছিলেন ঐশ্বর্যার পরিবারের সদস্যরা ও চলচ্চিত্র তারকারা।
শ্রীদেবী ও বনি কপূর।
অনুপম খের।
টুইঙ্কল খান্না।
কাজল ও বোন তানিশা।
বিদ্যা বালান।
শ্রদ্ধা কপূর।
আদিত্য রায় কপূর।
মালাইকা অরোরা।
সদ্য প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের সম্মানে ঐশ্বর্যা রাই করলেন একটি প্রার্থনা অনুষ্ঠান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -