‘বাহুবলী-২’র অনুষ্কা শেঠ্ঠি অর্থাৎ দেবসেনার গয়না আপনাদের পছন্দ, কিনতে পারেন আপনারাও, ৬০০ থেকে শুরু, কোথায় পাবেন জেনে নিন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা ভারতে এই ব্র্যান্ডের তিরিশটি গয়নার শোরুম রয়েছে।
প্রতিটি গয়না ডিজাইন করেছেন জয়পুরবাসী আম্রপলী।
সেখানে সোনার জল করা, রুপো, কুন্দন, বিভিন্ন রঙের দামি পাথরের, মুক্ত গয়নার সেট পাওয়া যাচ্ছে। সবই বাহুবলী কালেকশনের অন্তর্গত।
‘বাহুবলী-২’ মুক্তির দিনই এই ছবির অফিসিয়াল জুয়েলারি ডিজাইনার আম্রপলি জুয়েলস, বাহুবলী কালেকশন নিয়ে এসেছেন তাঁদের হায়দরাবাদের শোরুমে।
‘বাহুবলী-২’ শুক্রবারই মুক্তি পেয়েছে পর্দায়। দর্শকরা এই ছবির দ্বিতীয় অধ্যায় দেখে কার্যত মোহিত। বাংলাদেশ থেকে বহু দর্শক এসেছেন ভারতে শুধু এই ছবি দেখার টানে
মাত্র ৬০০ টাকা থেকে শুরু, ৫৮ হাজারেরও নেকলেস রয়েছে। দেবসেনার নাকছাপি, গলার হার, বালা, মাঙ্গটিকাস, নূপুর, কাঁকন বা ব্রেসলেট, কোমর বন্ধক সবকিছুই পেতে পারেন আপনি
এদিকে ছবিতে দেবসেনা অর্থাৎ অনুষ্কা শেঠ্ঠির গয়নার প্রেমেও মজেছেন নন্দিনীরা। এবার জেনে নিন কোথায় পাওয়া যাচ্ছে বাহুবলীর দেবসেনার গয়না। তাহলে এবার থেকে আপনাদের গয়নার কালেকশনেও থাকবে বাহুবলী গয়না
- - - - - - - - - Advertisement - - - - - - - - -