দেখুন: ছোট্ট মেয়ে আরিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আসিন
বিবাহ এমনকি সন্তানের জন্মের পরেও আর রুপোলি পর্দায় ফিরে আসেননি আসিন। রাহুল আর আরিনের সঙ্গেই এখন সময় কাটাতে ব্যাস্ত তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রিয় বন্ধু অক্ষয় কুমার আসীনের মেয়েকে কোলে নিয়ে প্রথম পোস্ট করেন এই ছবি। আসিনের বিয়েতে কুপিডের ভূমিকা পালন করেছিলেন অক্ষয়।
২০১৭-র অক্টোবরে প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান, মা হয়েছেন আসীন। জন্ম দিয়েছেন ছোট্ট কন্যা সন্তানের।
আরেকটি ছবিতে ব্যালেরিনার পোশাকে সেজেছে ছোট্ট আরিন। গোলাপি পোশাকে মিষ্টি দেখাচ্ছে তাকে।
দুরকম পোশাকে মেয়ের ছবি দিয়েছেন আসিন। কালো পোশাকে আসিনের মেয়েকে দিব্যি মানিয়েছে। একটি বাইকের ওপর বসে রয়েছে সে।
আসিন ও রাহুল মেয়ের নাম রেখেছেন আরিন।
সেই ছোট্ট মেয়ের বয়স এখন ১৮ মাস। আর এর মধ্যেই রীতিমতো ফ্যাশানেবেল হয়ে উঠেছে এই স্টারকিড। সম্প্রতি মেয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আসিন।
২০১৭-র অক্টোবর মাসে একটি কন্যা সন্তানের জন্ম দেন আসিন।
বিয়ের পর আর রুপোলি পর্দায় ফিরে আসেননি তিনি।
নিজের বলিউড কেরিয়ারে ‘গজনি’ থেকে ‘বোল বচ্চন’, ‘রেডি’, ‘হাউজফুল ২’-র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বলিউড অভিনেত্রী আসিন ২০১৬ সালে একটি মোবাইল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিবাহ করেন।
খ্রীস্টান ও হিন্দু মতে দিল্লিতে বিয়ে হয় তাঁদের। আমন্ত্রিত ছিলেন খুব অল্প সংখ্যক অতিথি। বলিউডের লাইমলাইট থেকে নিজের বিবাহকে দূরেই রেখেছিলেন আসিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -