সব প্রার্থনা ব্যর্থ করে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
সব পুজো-প্রার্থনা, সকলের আরোগ্য কামনাকে ব্যর্থ করে চলে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির এইমসে ভর্তি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। গত ৩৬ ঘণ্টা ধরে তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। এদিন সকালে হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন জারি করা হয়, তাতে বলা হয়, অটলজির শারীরিক অবস্থায় কোনও উন্নতি হয়নি। তাঁকে লাইফ-সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল।
বুক, কিডনি এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে গত ১১ জুন বাজপেয়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৯-এ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন অটলবিহারী বাজপেয়ী। প্রকাশ্যে আসাও বন্ধ হয়ে যায় তাঁর। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর স্বাভাবিক চিন্তা-ভাবনা করার ক্ষমতাও অনেকটাই চলে গিয়েছিল।
গ্বালিয়রেও চলে পুজো। জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সন্ধ্যায় এইমসে যান।
৯৩ বছরের বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর প্রকাশ পেতেই দেশজুড়ে তাঁর আরোগ্য কামনায় পুজো করেন মানুষ। ছবিতে দেখুন বিভিন্ন শহরে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় কেমন প্রার্থনা চলে। পটনা, ভোপালে অটলজির আরোগ্য কামনায় শিবের পুজো করা হয়।
আজ সকালে বাজপেয়ীকে দেখতে এইমসে যান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও বিজেপি সভাপতি অমিত শাহ। হাসপাতালে যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও রাহুল গাঁধী। সকালে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, ধর্মেন্দ্র প্রধান, জে পি নাড্ডা, শাহনওয়াজ হুসেনও হাসপাতালে যান। গতকাল সন্ধেয় এইমসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০ মিনিট হাসপাতালে ছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -