✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

এটিএম কার্ডে রয়েছে দুর্ঘটনা বিমা, বিস্তারিত তথ্য জেনে রাখা দরকার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 Apr 2018 08:37 PM (IST)
1

ভারতের মোট জনসংখ্যার একটা বড় অংশের রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর এরমধ্যে বেশিরভাগের কাছেই রয়েছে এটিএম কার্ড। এই কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার টাকা তোলার জন্য হয়। কিন্তু এটিএম কার্ডধারীদের আরও একটি বড় সুবিধা সম্পর্কে অনেকেরই জানা নাও থাকতে পারে। জেনে নেওয়া যাক সেই সুবিধা সম্পর্কে।

2

যদি কোনও একটি ব্যাঙ্কে সংশ্লিষ্ট গ্রাহকের একটি অ্যাকাউন্ট থাকে বা ওই ব্যাঙ্কেরই অন্য কোনও শাখাতেও অ্যাকাউন্ট থাকে তাহলে যে কোনও একটি এটিএম কার্ডের জন্যই ক্ষতিপূরণ মিলবে, যেখানে আর্থিক লেনদেন হচ্ছিল। ক্ষতিপূরণ দেওয়ার সময় ব্যাঙ্ক দেখবে যে, সংশ্লিষ্ট গ্রাহকের মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ওই এটিএম থেকে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।

3

প্রকল্প অনুসারে, কোনও এটিএম গ্রাহকের মৃত্যুর পর সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ব্যাঙ্কের সেই শাখায় যেতে হবে যেখানে অ্যাকাউন্ট ছিল। এরপর ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে।

4

কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের এটিএম থাকে তাহলে সংশ্লিষ্ট গ্রাহকের দুর্ঘটনা বিমা স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যায়। তবে কার্ডটি চালু থাকতে হবে। এই বিমা ২৫,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকার হতে পারে। কোনও কোনও ব্যাঙ্কে এই বিমার পরিমাণ ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে থাকতে পারে। এই প্রকল্প শুরু হয়েছে বেশ কয়েক বছর। এটিএম ও ডেবিট কার্ডের সঙ্গে যে তথ্য সংক্রান্ত নথিপত্র আসে সেখানে এ ব্যাপারে উল্লেখ রয়েছে। তাই ওই নথি মনোযোগ দিয়ে পড়া উচিত। তাহলেই বোঝা যাবে, ডেবিট বা ক্রেডিট কার্ডে কত পরিমাণ দুর্ঘটনা বিমা পাওয়া যেতে পারে।

5

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর যখনই এটিএম কার্ড হাতে আসে তখন থেকেই বিমা পলিসি চালু হয়ে যায়। ব্যাঙ্কের তরফ থেকে বিমা করানো হয়, যাতে মৃত্যুর পর সংশ্লিষ্ট গ্রাহকের পরিবার সাহায্য পায়। এই প্রকল্প অনুসারে, আংশিক শারীরিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভিন্ন ক্ষতিপূরণের সংস্থান রয়েছে। এ জন্য এটিএম কার্ডধারীদের কোনও টাকাপয়সা জমা দেওয়ারও প্রয়োজন হয় না।

6

এটিএম কার্ড থাকলেই স্বয়ংক্রিয়ভাবেই দুর্ঘটনা বিমার ফায়দা সংশ্লিষ্ট গ্রাহক পাবেন।

7

গ্রাহকের কাছে সাধারণ এটিএম কার্ড থাকলে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পরিবারের লোকজন পেতে পারেন। তা যদি মাস্টারকার্ড হয়, তাহলে এর পরিমাণ হতে পারে ২ লক্ষ টাকা পর্যন্ত। কোনও দুর্ঘটনায় আংশিক প্রতিবন্ধকতার শিকার হলেও গ্রাহক ক্ষতিপূরণ পেতে পারেন। এই তালিকা অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকের একটি হাত বা পা অকেজো হয়ে গেলে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। দুটি হাত বা দুটি পা-ই অকেজো হয়ে গেলে সংশ্লিষ্ট এটিএম গ্রাহক ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

8

কোনও কোনও ব্যাঙ্ক মাস্টারকার্ড গ্রাহকদের ৫০ হাজার টাকা এবং ক্লাসিক এটিএম কার্ড গ্রাহকদের ১ লক্ষ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা করে। তবে সমস্ত ভিসা কার্ডে ২ লক্ষ টাকার বিমা ও মাস্টার মিত্র কার্ডে ২৫ হাজার টাকা বিমা রয়েছে বলেই খবর। প্ল্যাটিনাম কার্ডে ২ লক্ষ টাকা এবং মাস্টার প্ল্যাটিনাম কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা মিলতে পারে। যদি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। এজন্য কার্ডের সঙ্গে আসা নথিতে উল্লেখিত শর্তাবলী মনোযোগ সহকারে পড়া উচিত।

9

এ ব্যাপারে বিস্তারিত জানতে নিজের এটিএম কার্ড সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে তথ্য জানতে পারেন এবং জেনে নিতে পারেন যে, আপনার এটিএম কার্ডে কত পরিমাণ দুর্ঘটনা বিমা পাওয়া যাবে।

  • হোম
  • Photos
  • খবর
  • এটিএম কার্ডে রয়েছে দুর্ঘটনা বিমা, বিস্তারিত তথ্য জেনে রাখা দরকার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.