কপূর খানদানের যোগ্য হবু বৌমা! এভাবেই প্রমাণ করলেন আলিয়া
ঋষি কপূরের মৃত্যুর পর আলিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলি শোকবার্তা দেন। তার একটিতে তিনি লেখেন, 'এই মানুষটি সম্পর্কে আমি আর কী বলতে পারি, তিনি আমার জীবন অনেক ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। গত ২ বছরে আমি তাকে আমার বন্ধুর মতো পেয়েছি। উনি চাইনিজ খেতে ভালবাসতেন, সিনেমা ভালবাসতেন ও দারুণ গল্প বলতেন। তাঁকে বাবা হিসাবেও পেয়েছি আমি।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যায়, ঋষির নয়নের মণি ছিলেন আলিয়া। পুত্রবধূ হিসেবে আলিয়াকে পছন্দ করতেন ঋষিও।
এই বছর শেষের দিকে আলিয়া রণবীরের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, বিয়ে কিছুটা পিছিয়ে যেতে পারে।
ঋষির অন্ত্যেষ্টির সময়ে চোখের জল বাধ মানেনি তাঁর। কিন্তু ঋষিকন্যা ঋদ্ধিমাকে আগাগোড়া ভিডিওতে দেখিয়েছেন শেষকৃত্য।
কপূর পরিবারের বউ হওয়া আর শুধু সময়ের অপেক্ষা। রণবীরের পরিবারের শোকের দিনেও ছায়াসঙ্গী ছিলেন আলিয়া ভট্ট। তাঁদের সম্পর্ক কতটা গভীর, তা বোঝা গেছে ঋষি কপূরের মৃত্যুর সময়েই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -