শুধু ‘সুলতান’-ই নয়, সলমনের এই ছবিগুলিও ১০০ কোটির ক্লাবে রয়েছে!
তিনি সুপারস্টার। তিনি থাকা মানে ছবি বক্স অফিসে সাফল্য পাবেই। সলমন খানের একের পর এক ছবি বলিউডে সাফল্য পেয়েছে।‘ সুলতান’ তিনদিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যাবসা করে ফেলেছে। তবে এখনও পর্যন্ত ব্যবসার অঙ্কে সলমনের যে ছবিটি সবচেয়ে বেশি সফল, তার নাম ‘বজরঙ্গী ভাইজান’। আসুন দেখে নিই, সলমনের সেই ছবিগুলি যেগুলি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০ সালে মুক্তি পাওয়া ‘দবং’ বক্স অফিসে ১৩৮ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যবসা করেছে।
গত বছর মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ ২০৭ কোটি ৪০ লক্ষ টাকা ব্যবসা করেছে।
২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। ২৩৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
২০১৪ সালের ছবি ‘জয় হো’। ১১১ কোটি টাকার কালেকশন হয়েছিল ছবিটি থেকে।
২০১২ সালে বেরনো ‘এক থা টাইগার’ ১৯৮ কোটি টাকা ব্যবসা করেছে।
২০১১-য় বেরিয়েছিল ‘রেডি’। ১২০ কোটি টাকা ব্যবসা করেছিল ছবিটি।
২০১২-য় প্রকাশ পায় ‘দবং-টু’। ১৫৮ কোটি ৫০ লক্ষ টাকা তুলেছে ছবিটি।
২০১৫ সালে বেরনো ‘বজরঙ্গী ভাইজান’ ৩২০ কোটি টাকা ৩৪ লক্ষ টাকা ব্যাবসা করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -