র্যাম্পে ক্যাটওয়াকের সময় মৃত্যু ব্রাজিলের মডেলের
টেলসের মৃত্যুর পরও ফ্যাশন শো চলে। মডেলরা আবেগবিহ্বল বার্তা হাতে নিয়ে টেলসের এই মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, সকলের সঙ্গে টেলসের ব্যবহার ছিল দারুণ। তিনি এর আগে এসপিএফডব্লু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাশন শো-তে র্যা ম্প ওয়াক করেছেন।
ব্রাজিলের বিখ্যাত বেস এমজিটি মডেলিং এজেন্সিতে কর্মরত ছিলেন টেলস। এজেন্সির পক্ষ থেকেই এই ফ্যাশন শো-তে এসেছিলেন তিনি।
ফ্যাশন শো কর্তৃপক্ষ তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সাওপাওলো ফ্যাশন উইকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছ যে, টেলসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যা ম্পে ক্যাটওয়াকের পর ফিরে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই মডেলের। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
কিন্তু পড়ে গিয়ে আর উঠছিলেন না টেলস। তাঁর মুখ থেকে গাঁজলা বের হতে থাকে। সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে।
সেখানে উপস্থিত দর্শকরা ভেবেছিলেন যে, র্যা ম্পে পড়ে যাওয়াটা হয়ত ফ্যাশন শো-রই অঙ্গ।
জানা গেছে, ২৬ বছরের টেলস তাঁর স্যান্ডেলের স্ট্যাপে পা জড়িয়ে পড়ে যান।
গত ২৭ এপ্রিল র্যা ম্পে যে ব্রাজিলীয় মডেলের মৃত্যু হয়, তাঁর নাম টেলস সোরেস।
ব্রাজিলে সাও পাওলো ফ্যাশন উইক এন৪৭ সামার ২০২০ চলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফ্যাশন শো-র একেবারে শেষ দিন ওই মডেলের মৃত্যু হয়।
ফ্যাশন শো-তে র্যা ম্পে ক্যাটওয়াকের সময় মজেলদের পড়ে যাওয়া বা পোশাক বিভ্রাটের খবর প্রায়ই শোনা যায়। কিন্তু এবার র্যা ম্পে ক্যাটওয়াক করতে গিয়ে মৃত্যু হল এক মডেলের। (সব ছবি-গেটি ইমেজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -