অবসর নিও না, আবার ভাবো! মেসিকে ব্রাজিলিয় মডেল
ব্রাজিলের মিস বুমবুম খেতাব পেয়েছেন তিনি। দেশের সবচেয়ে নিখুঁত মেয়েকেই এমন শিরোপা দেওয়া হয়ে থাকে ব্রাজিলে। সব ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্সেলোনার টি শার্টে তাঁর ছবি দেখেও তাজ্জব কোর্টেজের ইনস্টাগ্রাম ফলোয়াররা।
তবে তাঁর ভক্তরা বিনোদনের খোরাক পেয়ে গিয়েছেন। তাঁদের দাবি, এমন আরও খোলামেলা ছবি দিন ব্রাজিলিয় মডেল।
যদিও জানা যায়নি, কোর্টেজের আর্জির ব্যাপারে কী ভাবছেন মেসি।
এমনকী তারপরই নাকি এই মডেল সমুদ্রতটে টপলেস হয়েছিলেন। বিকিনি পরে চলে গিয়েছিলেন সমুদ্রের তীরে।
এহেন গুঞ্জন শোনা গিয়েছিল যে, মেসির স্ত্রী নাকি তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন কোর্টেজকে।
তিনি লিখেছেন, চলে যেও না লিও। কাম অন বার্সা।
প্রথম ছবির ক্যাপশনে লিখেছেন, আর্জেন্তিনার এই জিনিয়াস খেলেন আমার বার্সেলোনার হয়ে। ও সত্ গুণের মানুষ, বিনয়ী, ভদ্র, যে গুণগুলি ব্রাজিল টিমের অনেকের মধ্যেই পাওয়া যায় না।
সুন্দরী কোর্টেজ এফসি বার্সেলোনার ভক্ত। তিনি মেসির মন গলাতে ইনস্টাগ্রামে বেশ কিছু হট ছবি দিয়েছেন নিজের। সেইসঙ্গে মেসিকে আর্জি, যাতে তিনি ফের আর্জেন্তিনার হয়ে মাঠে নামেন।
ব্রাজিলের নামী মডেল। নাম সুজি কোর্টেজ। তিনি আসরে নেমেছেন লিওয়েন মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত বদলে রাজি করাতে। এজন্য অভিনব ঢঙে আর্জি জানিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -