Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কান চলচ্চিত্র উৎসব: দেখুন গত ১৬ বছরে ঐশ্বর্যার রেড কার্পেট লুক
গত বছর তাঁকে লাল কার্পেটে দেখা যায় সিন্ডারেলার পোশাকে। প্রাক্তন বিশ্বসুন্দরীর ওপর থেকে চোখ সরাতে পারছিল না আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৭-য় লাল গাউনে অ্যাশ।
২০১৬-য় তিনটি লুকে ঐশ্বর্যা।
তার পরের বছরও তাঁর ড্রেস সেন্স সকলের প্রশংসা পায়।
২০১৪-য় তাঁর পোশাককে বলা হয় কানের অন্যতম সেরা লুক। লাল কার্পেটে অ্যাশ হাঁটেন মৎস্যকন্যার মত গাউনে।
২০১১-য় কন্যার জন্মের পর ২০১২-য় কানে ঐশ্বর্যাকে বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়। সন্তান জন্মের পর ওজন বেশ কিছুটা বেড়ে গিয়েছিল তাঁর, তারপরেও তাঁর ব্লু গাউন পরা অনেকের পছন্দ হয়নি। কিন্তু বেশিরভাগই তারিফ করেন তাঁর নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সাহসের।
২০১১-য় কন্যার জন্মের পর ২০১২-য় কানে ঐশ্বর্যাকে বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়। সন্তান জন্মের পর ওজন বেশ কিছুটা বেড়ে গিয়েছিল তাঁর, তারপরেও তাঁর ব্লু গাউন পরা অনেকের পছন্দ হয়নি। কিন্তু বেশিরভাগই তারিফ করেন তাঁর নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সাহসের।
২০১১-য় কানে ঐশ্বর্যা।
২০১০-এও তাঁকে দেখা যায় আন্তর্জাতিক ডিজাইনারদের পোশাকে।
২০০৮-এ কানে পৌঁছয় পুরো বচ্চন পরিবার। স্বামী অভিষেক ছাড়াও ঐশ্বর্যার সঙ্গে ছিলেন শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়া বচ্চন। তিনবার লাল কার্পেটে দেখা যায় ঐশ্বর্যাকে, তিনবারই মুগ্ধ হন ফ্যানরা।
২০০৮-এ কানে পৌঁছয় পুরো বচ্চন পরিবার। স্বামী অভিষেক ছাড়াও ঐশ্বর্যার সঙ্গে ছিলেন শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়া বচ্চন। তিনবার লাল কার্পেটে দেখা যায় ঐশ্বর্যাকে, তিনবারই মুগ্ধ হন ফ্যানরা।
২০০৬-এও তাঁর পোশাক প্রশংসা পায়। কিন্তু গলার নেকলেসে ভুরু কুঁচকোয় অনেকের।
২০০৬-এও তাঁর পোশাক প্রশংসা পায়। কিন্তু গলার নেকলেসে ভুরু কুঁচকোয় অনেকের।
২০০৪-এ দেশি পোশাক ছেড়ে ঐশ্বর্যা ধরেন গাউন। প্রস্তুতকারী সেই নীতা লুলা। সেই প্রথম লরিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করেন অ্যাশ। কিন্তু এই গাউনের কাটিং ভাল চোখে দেখেননি সমালোচকরা।
২০০৪-এ দেশি পোশাক ছেড়ে ঐশ্বর্যা ধরেন গাউন। প্রস্তুতকারী সেই নীতা লুলা। সেই প্রথম লরিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করেন অ্যাশ। কিন্তু এই গাউনের কাটিং ভাল চোখে দেখেননি সমালোচকরা।
২০০৩-এ তিনি হয়েছিলেন জুরি সদস্য। অঙ্গে ছিল নীতা লুলারই টিয়ারঙের শাড়ি, যা নিয়ে তাঁর যথেষ্ট সমালোচনা হয়।
২০০২-এ প্রথম এই উৎসবে সামিল হন অ্যাশ, তাঁর দেবদাস ছবি নিয়ে। পরনে ছিল নীতা লুলার হলুদ শাড়ি।
১৬ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি ঐশ্বর্যা রাই বচ্চন। এবার কানে তাঁর ১৭ বছর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -