দুই মহাকাশচারী সহ মহাকাশযান উত্ক্ষেপণ চিনের
মহাকাশে পাড়ি জমানোর আগে দুই মহাকাশচারী দারুন হাসিখুশি ছিলেন এবং তাঁরা সংবাদমাধ্যমের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। মিশনের কম্যান্ডার জিং বলেছেন, কঠিন, বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হলেও এই কাজটাই আমি করব। জংয়ের এটি তৃতীয় মহাকাশ অভিযান। যদিও চেনের এটাই প্রথম অভিযান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিনের সরকারি টেলিভিশন চ্যানেল এই উত্ক্ষেপণ সরাসরি সম্প্রচার করে। চিনের মানববাহী মহাকাশ ইঞ্জিনিয়ারিং অফিসের ডেপুটি ডিরেক্টর য়ু পিং বলেছেন, শেনঝৌউ-১১ দুদিনের মধ্যে পৃথিবী প্রদক্ষিণরত স্পেস ল্যাব টিয়াংগোং-২ তে পৌঁছে যাবে। দুই মহাকাশচারী এই গবেষণাগারে ৩০ দিন থাকবেন।
এদিনের সফল উত্ক্ষেপণের পর চিন তাদের স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের পথে আরও একধাপ এগোল। শেনঝৌউ-১১ মহাকাশযানে সওয়ারি হয়েছেন জিং হাইপেং (৫০) এবং চেন ডং (৩৭)। এদিন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা উত্তর চিনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পাড়ি দেয় শেনঝৌউ-১১। শেনঝোউ-১১ কে কক্ষপথে নিয়ে যায় লং মার্চ-২এফ কেরিয়ার রকেট।
এবার মানববাহী মহাকাশযান উত্ক্ষেপণ করল চিন। এই মহাকাশযানে রয়েছেন দুই মহাকাশচারী। চিনের মহাকাশ গবেষণার ইতিহাসে এটাই সবচেয়ে দীর্ঘমেয়াদি মানববাহী মহাকাশ অভিযান। এই মহাকাশযান পৃথিবী প্রদক্ষিণরত চিনের পরীক্ষামূলক মহাকাশ গবেষণাগারে পৌঁছবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -