দেখুন: চ্যাম্পিয়ন পর্তুগাল, নায়ক রোনাল্ডো
ম্যাচ শেষেও কাঁদলেন রোনাল্ডো। তবে সেটা আনন্দে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপর্তুগালের জয়ে রঙিন হয়ে উঠল প্যারিসের রাত।
কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন।
তখন চোট পেয়েছেন।
অধরা মাধুরীতে আবেগমথিত চুম্বন।
রিয়াল মাদ্রিদের সতীর্থ পেপের সঙ্গে।
ট্রফি হাতে রোনাল্ডোর এই হাসিমুখ দেখার অপেক্ষাতেই ছিল গোটা পর্তুগাল।
নিজে ফাইনালে ২৪ মিনিটের বেশি খেলতে পারেননি। জয় এনে দেওয়ার জন্য তাই সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছেন রোনাল্ডো।
ক্লাব ফুটবলে আগেই ইউরোপ সেরা হয়েছেন। এবার দেশের হয়েও এই মহাদেশের সেরা রোনাল্ডো।
চ্যাম্পিয়নদের উল্লাস।
আনন্দে মেতে উঠেছে গোটা দল। মধ্যমণি সেই রোনাল্ডো।
সমালোচকদের মোক্ষম বার্তা দিলেন সিআরসেভেন।
এই ট্রফি হাতে নেওয়ার স্বপ্ন সফল পর্তুগালের সবচেয়ে বিখ্যাত সাত নম্বরের।
অপেক্ষার অবসান। অবশেষে চ্যাম্পিয়নের তাজ উঠল রোনাল্ডোর মাথায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -