✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

নিরাপত্তা নিয়ে মৎস্যজীবীদের সচেতন করতে উপকূলরক্ষী বাহিনীর বিশেষ র‌্যালি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Jan 2017 04:05 PM (IST)
1

এদিন বাহিনীর আঞ্চলিক কম্যান্ডার আইজি কে আর নটিয়াল জানান, জলপথ নিরাপত্তায় মৎস্যজীবীরা হলেন যে উপকূলরক্ষী বাহিনীর চোখ ও কান।

2

এই র‌্যালির মাধ্যমে সদস্যরা সেই প্রশিক্ষণ দেবেন মৎস্যজীবীদের। পাশাপাশি, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় উপকূলবর্তী গ্রামগুলিতে গিয়ে সেখানে মেডিক্যাল ক্যাম্প করবে। এর জন্য এই দলে চিকিৎসকদেরও রাখা হয়েছে।

3

কিন্তু, এর পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যেও নাশকতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চসে বসবাসকারী মানুষের মধ্যে।

4

বাহিনীর আঞ্চলিক প্রধান জানান, অতীতে জলপথ দিয়ে জঙ্গিরা এদেশে এসে হামলা চালিয়েছে। তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই জন্য সদা-সজাগ উপকূলরক্ষী বাহিনী। তারা প্রতিনিয়ত নজর রেখে চলেছে।

5

উপকূলরক্ষী বাহিনীর বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার, কলকাতায় বাহিনীর আঞ্চলিক সদর দফতর (উত্তর-পূর্বাঞ্চল) থেকে এই বিশেষ র‌্যালির আয়োজন করা হয়।

6

নটিয়াল বলেন, জলে মৎস্যজীবীরা দীর্ঘক্ষণ সময় কাটান। ফলে, কোনও জঙ্গি জলপথে তটের দিকে এগোলে মৎস্যজীবীরা যাতে শত্রুদের চিনতে পারেন, তার প্রশিক্ষণ প্রয়োজন।

7

লক্ষ্য, মৎস্যজীবীদের মধ্যে সামুদ্রিক নিরাপত্তার চেতনা গড়ে তোলা। মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া যে, কী ভাবে সমুদ্র শত্রু ও বন্ধুদের চিনতে হবে।

8

জানা গিয়েছে পাঁচদিনের এই র‌্যালি কাঁথি, ধর্মা, পারাদীপ, চাঁদিপুর এবং হলদিয়া হয়ে ফের কলকাতায় শেষ হবে। মোট ১১৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা হবে।

9

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান অরূপ রাহা। তিনি বলেন, দেশের জলসীমা নিরাপত্তায় উপকূলরক্ষী বাহিনীর গুরুত্ব অপরিসীম। এদিন এই মোটরসাইকেল র‌্যালির ফ্ল্যাগ অফ করেন তিনি।

  • হোম
  • Photos
  • খবর
  • নিরাপত্তা নিয়ে মৎস্যজীবীদের সচেতন করতে উপকূলরক্ষী বাহিনীর বিশেষ র‌্যালি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.