Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান, তার আগে দেখে নেওয়া যাক গঙ্গাসাগরের কিছু ঝলক....
এখানেই শেষ নয়। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর ২টি ডুবুরি দলকেও গঙ্গাসাগরে মোতায়েন করা হয়েছে। এক-একটি দলে ১০ জন করে ডুবুরি রয়েছেন। তাঁরা হাই-স্পিড রবার জেমিনি বোটে করে সৈকতের চারদিকে নজর রাখছে। এছাড়া, কোস্টাল সিকিউরিটি নেটওয়ার্ক (সিএসএন)-এর মাধ্যমেও ইলেক্ট্রনিক সারভেল্যান্স চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়া, হলদিয়াতে বাহিনীর অপারেশন্স বেস থেকে ৩টি হোভারক্র্যাফটকে মোতায়েন করা হয়েছে। এরমধ্যে যে কোনও সময় ২টি সমুদ্র রয়েছে। একটি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে হোভারক্র্যাফট। জলের পাশাপাশি, আকাশ থেকেও নজরদারি চালাচ্ছে বাহিনী। এর জন্য গোটা এলাকা জুড়ে চক্কর কাটছে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান।
মাঝের স্তর অর্থাৎ উপকূলের দিকে প্রহরায় রয়েছে বাহিনীর মাঝারি বোট (ফাস্ট প্যাট্রল ভেসেল বা এফপিভি)। একেবারে ভিতরের স্তর- অর্থাৎ সৈকত ঘেঁষা রয়েছে বাহিনীর চার্লি বোট (ফাস্ট অ্যাটাক ক্র্যাফট বা এফএসি)।
বাহিনী জানিয়েছে, গঙ্গাসাগরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে একটি ওপিভি, ২টি এফপিভি এবং ২টি এফএসি। ভিশাখাপত্তনম থেকে আনা হয়েছে ২টি চেতক হেলিকপ্টার। কলকাতা ও ভূবনেশ্বর থেকে এসেছে ২টি ডর্নিয়ার। প্রতিদিনে নির্দিষ্ট সময়ে তারা উপকূলের ওপর চক্কর কাটছে।
ইতিমধ্যেই, সেখানে জমায়েত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী-সন্তরা। সকলেই, গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন।
সাগরমেলার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করছে উপকূলরক্ষী বাহিনীও। বিশেষ করে, সমুদ্রে তীক্ষ্ণ নজরদারি থেকে শুরু করে উদ্ধারকার্য -- সবদিকের ওপর নজর রেখেছে উপকূলরক্ষী বাহিনী। চিফ স্টাফ অফিসার (অপারেশন্স) ইন্দরজীত সিংহ জানান, মূলত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কার্যকর করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে সদা তৎপর তারা। মেলা প্রাঙ্গনে কোথায় কী ঘটছে, তা তৎক্ষণাৎ দেখে নিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ফলে, যে কোনও প্রয়োজনে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার মোকাবিলা যাতে করা যেতে পারে।
মঙ্গলবার মকর সংক্রান্তি। দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে গঙ্গাসাগরের সঙ্গমস্থলে পুণ্যস্নান করবেন কয়েক লক্ষ পুণ্যার্থী। গত তিনদিন ধরেই জমজমাট গঙ্গাসাগর মেলা। সকলেই, গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন।
এই উপলক্ষ্যে, সাগর অঞ্চলে বহুস্তরীয় নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাদের সহযোগিতা করছে উপকূলরক্ষী বাহিনী। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই সাগর মেলা অঞ্চলে জমায়েত হয়েছেন প্রায় ২০ লক্ষ পুণ্যার্থী। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগর অঞ্চল।
নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ৮০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া, ২০০টি বেলুন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি, ২০টি ড্রোন আকাশে ওড়ানো হচ্ছে। নিরাপত্তাকর্মী ও আধিকারিকদের হাতে দেওয়া হয়েছে স্যাটেলাইট ফোন। যাতে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় থাকে।
সবচেয়ে বাইরের স্তর অর্থাৎ গভীর সমুদ্রে রয়েছে উপকূলরক্ষী বাহিনীর বড় জাহাজ (অফশোর প্যাট্রল ভেসেল বা ওপিভি) এই জাহাজের প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক জলসীমার ওপর নজর রাখা। বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের দিকে। যাতে কেউ ওই দিক দিয়ে না দেশে প্রবেশ করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -