পশুরা করোনা ছড়ায় না! ভুল ধারনা ভাঙতে নিজেদের পোষ্যকে নিয়ে ছবি পোস্ট করলেন অনুষ্কা, অর্জুন, ফারহান, সোনালীরা
পোষ্য কুকুরকে নিয়ে ছবি পোষ্ট করেছেন সোনালী বেন্দ্রেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিনি মাথুর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই ছবিটি। লিখেছেন, গুজবে কান দেবেন না, পোষ্যদের খেয়াল রাখুন।
পোষ্যকে আদর কৃতি শ্যাননের। সঙ্গে দিলেন গুজবের বিরুদ্ধে বার্তাও
পোষ্যকে বুকের ওপর নিয়ে শুয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ফারহান আখতার। লিখেছেন, তিনি তাঁর পোষ্যকে ভালোবাসেন ও তার পোষ্যের থেকে করোনা ছড়াবে না।
পোষ্য বেড়ালের সঙ্গে ছবি পোস্ট করেছেন রিচা চড্ডা। লিখেছেন, করোনা পোষ্যদের থেকে ছড়ায় না। তাদের খেয়াল রাখুন।
পোষ্যকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মাও। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই ছবি।
পোষ্যের সঙ্গে অর্জুন কপূর। সঙ্গে লিখেছেন, কুকুর করোনা ছড়ায় না। পোষ্যদের ভালোবাসুন।
ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও অবধি ৬৪৯ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা প্রতিরোধে ২১ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। করোনা আতঙ্কে ছড়াচ্ছে প্রচুর গুজবও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো তথ্য ছড়িয়েছে। অনেক জায়গায়তেই বলা হয়েছে পোষ্যদের থেকে ছড়াতে পারে করোনাভাইরাস। এই ভয়ে অনেকে রাস্তায় বার করে দিচ্ছেন তাঁদের প্রিয় পোষ্যকে। কেউ কেউ আবার পোষ্যকে খুন অবধি করে ফেলছেন আতঙ্কে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বলি তারকারা। অনেকেই ছবি পোস্ট করেছেন পোষ্যকে নিয়ে। আবার কেউ স্পষ্টভাবে প্রতিবাদ করেছেন বিভ্রান্তির।
আলিয়া ভট এই বিবৃতিটি পোষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এখানে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে বলেছেন, এখনও অবধি এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে পোষ্যদের থেকে করোনাভাইরাস ছড়ায়। তাই আলিয়া আবেদন করেছেন যেন কেউ ভুল বুঝে পোষ্যদের ত্যাগ না করেন।
পোষ্যকে নিয়ে ছবি পোস্ট করেছেন টুইঙ্কেল খান্নাও। হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -