কোভিড-১৯: এয়ারলিফ্ট করে মেডিক্যাল ইভাক্যুয়েশনের মহড়া নৌবাহিনীর
সফলভাবে, রোগীকে স্থানান্তরিত করার পর বাধ্যতামূলকভাবে বিমান ও ক্রু-কে স্যানিটাইজ করা প্রয়োজন। মহড়ায় তাও দেখা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এবং নৌসেনার ডর্নিয়ার বিমান করে রোগীদের কীভাবে স্থানান্তরিত করা হবে, তার মহড়া চলে।
আকাশপথে কোভিড-১৯ আক্রান্তদের মেডিক্যাল ইভাক্যুয়েশনের মহড়া সেরে রাখল নৌবাহিনী। লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ ও আরবসাগরে ভাসমান রণতরীতে যদি কোনও ব্যক্তি বা নৌকর্মী কোভিড -১৯ সংক্রমিত হন, তাহলে কীভাবে তাঁকে এয়ারলিফ্ট করে আনা হবে, তারই মহড়া করল নৌসেনার সাদার্ন কমান্ড।
এর মাধ্যমে অতিরিক্ত পোশাক এবং পিপিই-র ফলে উড়ানের সময় কোনও সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখাই লক্ষ্য।
ককপিটে বসা পাইলটের সঙ্গে রোগীর কোনওভাবে যাতে সংস্পর্শ না ঘটে, সেই জন্য পলিথিন ফিল্ম দিয়ে একটি বিশেষ পর্দার মাধ্যমে দুদিক আলাদা করা হয়।
যে এয়ার ক্রু রোগীদের সঙ্গে থাকবেন, সুরক্ষার জন্য তাঁরা পার্সোনাল প্রোটেকটিভ গিয়ার (পিপিই) পরেই মহড়ায় অংশ নেন।
রোগীকে কীভাবে তোলা হবে, তাঁকে কীভাবে রাখা হবে এবং সংক্রমণ রোধে কী কী ব্যবস্থাগ্রহণ করা হবে, তাও মহড়ায় পরীক্ষা করা হয়।
পিপিই-এর প্রভাব বুঝতে বিমানগুলিকে বিভিন্ন উচ্চতায় উড়িয়ে মহড়া করা হয়। যাতে বোঝা যায়, কোন উচ্চতায় পিপিই-তে কী প্রভাব পড়ছে। একইসঙ্গে বিমানের ভিতর যে বদল ঘটানো হয়েছে, সেটা উচ্চতার সঙ্গে কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারও পরীক্ষা করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -