ধোনি সহ ভারতীয় দলের অন্য ক্রিকেটারদের মাঠে গিয়ে জল দিল এই মিষ্টি মেয়েটি, তার কার্যকলাপে বাকরুদ্ধ গোটা স্টেডিয়াম
প্রাক্তন ভারতীয় স্কিপার মহেন্দ্র সিংহ ধোনির ছোট্ট মেয়ে জিভা। সম্প্রতি সে মাঠে যায় তার বাবাকে জল দিতে। আর সেই ছবি দেখে আহ্লাদে আটখানা নেটিজেনরা সকলেরই দাবি, তাঁদের দেখা সেরা এবং সবচেয়ে মিষ্টি ওয়াটার-গার্ল হল এই জিভা। সেলিব্রিটি ক্লাসিকো ম্যাচে এসেছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু তারকা-মহাতারকারা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচের শেষে নিজে ডার্লিংয়ের সঙ্গে পোজ দেন বাবা ধোনি
ম্যাচের শেষে নিজে ডার্লিংয়ের সঙ্গে পোজ দেন বাবা ধোনি
ম্যাচের শেষে নিজে ডার্লিংয়ের সঙ্গে পোজ দেন বাবা ধোনি
স্বাভাবিক ভাবেই বাবার থেকে পুরো স্পটলাইট চলে আসে জিভার ওপর, কারণ সেই ছিল ম্যাচের আসল তারকা
জিভা মাঠের মধ্যে একটি জলের বোতল হাতে হেঁটে গিয়েছিল। সেখানে গিয়ে সে তার বাবাকে জল দেয়। আর সেই দৃশ্য দেখে কার্যত স্তব্ধ গোটা স্টেডিয়াম
ছোট্ট জিভার কাছে জলের জন্যে এগিয়ে আসেন কাকা বিরাট কোহলিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -