সাইক্লোন উমপুন: কলকাতার সব ফ্লাইওভার বন্ধের নির্দেশ, আর কোথায় কী ব্যবস্থা দেখুন...
ঘূর্ণিঝড় উমপুনের জের। কলকাতায় বন্ধ করে দেওয়া হল সমস্ত উড়ালপুল। উত্তর থেকে দক্ষিণ, শহরের সমস্ত উড়ালপুলের মুখে বসানো হল ব্যারিকেড। কলকাতার গা ঘেঁষে বেরোবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। দুপুর ২.৩০ থেকে স্থলভাগে ঢোকার প্রক্রিয়া শুরু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণিঝড় উমপুন আছড়ে পড়ার আগে সতর্ক কলকাতা পুলিশ। বেলেঘাটা রাসমনি বাজারে দোকান বন্ধ রাখার নির্দেশ। বিপজ্জনক বাড়িগুলি থেকে সরে যেতে বলা হয় বাসিন্দাদের।
কলকাতাতেও জোরাল প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় উমপুন। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পোর্ট ট্রাস্ট। কলকাতা, হলদিয়া, সাগর - এই তিনটি জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ডকের জাহাজগুলিকে ভিতরে রাখা হয়েছে। বেঁধে রাখা হয়েছে বিশেষ মেরিন রোপ দিয়ে। বার্জগুলিকে নিরাপদ জায়গায় রাখতে নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রয়োজনীয় বিভাগের অফিসার ও কর্মীদের ২ দিনের জন্য দফতরেই থাকার ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যে জাহাজগুলি সমুদ্রে রয়েছে, সেগুলিকে উমপুনের গতিপথের বাইরে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে পোর্ট ট্রাস্টের উদ্ধারকারী দল।
তাই আগে থেকেই প্রস্তুত কলকাতা পুলিশ ও প্রশাসন। বিভিন্ন থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। নজরদারি চলছে নদীতে। বিপজ্জনক বাড়ি খালি করতে প্রচার চালাচ্ছে পুরসভা।
ঘূর্ণিঝড় উমপুনের প্রভাবে জলের তোড়ে ভেসে গেল হাওড়া ফেরিঘাট। লঞ্চগুলিকে চেনের সাহায্যে বেঁধে রাখা হয়। এদিন হাওড়া ঘাট, তেলকল ঘাট ও রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন প্রস্তুত বলে তিনি জানান।
ঘূর্ণিঝড় উমপুন মোকাবিলা তৎপর কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান এলাকায় চিহ্নিত করা হয় ৩টি বিপজ্জনক বাড়ি। বাসিন্দাদের সরানো হয়েছে স্থানীয় একটি স্কুল ও কমিউনিটি সেন্টারে। করোনা আবহে থার্মাল গান দিয়ে প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপার পর রাখা হয়েছে সামাজিক দূরত্ব মেনে।
একে করোনা ভাইরাসের দাপট। দলে দলে রাজ্য থেকে নার্সদের ফিরে যাওয়া। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরা। সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা। আর এই পরিস্থিতির মধ্যেই চিন্তা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উমপুন।
ঘূর্ণিঝড় উমপুনের জের। বাতিল হাওড়া থেকে দিল্লি যাতায়াতের এসি স্পেশাল এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কারণে আজ বাতিল করা হয়েছে হাওড়া-নতুন দিল্লি এসি স্পেশাল এক্সপ্রেস। আজ হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল। বাতিল হয়েছে আগামীকালের নতুন দিল্লি-হাওড়া এসি স্পেশাল এক্সপ্রেসও। ট্রেনটি আগামীকাল দিল্লি থেকে ছাড়ার কথা ছিল।
শ্যামপুকুর থানা এলাকায় বাগবাজার স্ট্রিটে প্রায় ৫৫টি বিপজ্জনক বাড়ি রয়েছে। পুলিশ ও কলকাতা পুরসভার উদ্যোগে সেই বাড়ির কয়েকশো বাসিন্দাকে বাগবাজার স্ট্রিটের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়।
ঘূর্ণিঝড় উমপুনের জের। আগামীকাল ভোর ৫টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত এয়ারপোর্টস্ অথরিটি অফ ইন্ডিয়ার। জরুরিকালীন পরিস্থিতিতে শুধুমাত্র পণ্যবাহী বিমানেরই যাতায়াত চলছিল। আজ ১০টি পণ্যবাহী বিমানের কলকাতায় আসার কথা ছিল। সেগুলির মধ্যে তিনটিকে আগাম নিয়ে আসা হয় কলকাতায়। বাকি ৭টি বিমানকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, নিয়ে আসা হবে। ঘূর্ণিঝড় উমপুনের দাপট থেকে বাঁচতে কলকাতা বিমানবন্দরে আগাম সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের ৩সি প্রবেশদ্বার ছাড়া বাকি সমস্ত প্রবেশদ্বার বালির বস্তা দিয়ে আটকে দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -