অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী: লন্ডভন্ড ওড়িশা-১১ লক্ষ মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে, প্রভাব বিশাখাপত্তনম, অন্ধ্রেও
ভদ্রকের একটি হাসপাতালে সদ্যজাতের সঙ্গে মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওড়িশায় আগে থেকেই প্রসূতিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এই ছবি ওড়িশার ভদ্রকের একটি হাসপাতালের।
অন্ধ্রপ্রদেশেও ফণীর প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া বইছে।
ফণীর প্রভাবে বিশাখাপত্তনমে প্রবল জলোচ্ছাসের ছবি।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলা। দুপুর পর্যন্ত ফণীর তাণ্ডব চলার আশঙ্কা। দুপুর পর্যন্ত ফণীর তাণ্ডব চলার আশঙ্কা। সতর্ক ওড়িশা প্রশাসনও।
বিদ্যুৎহীন ওড়িশার ১১টি জেলা। প্রভাব পড়েছে যান চলাচলেও।
পুরী থেকে পর্যটকদের ফিরিয়ে আনকে ব্যাবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের। গতকাল থেকে কলকাতা ও বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে বিশেষ ট্রেন। যানবাহনের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
প্রবল ঝড়ে গাছ ভেঙ্গে বন্ধ রাস্তা ভুবনেশ্বরে। বাতিল করা হয়েছে ২৩৩টি ট্রেন।
ইতিমধ্যেই ১১ লক্ষ মানুষকে সাইক্লোন সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরীর ১১টি ব্লকে রয়েছে ১৭৮টি সাইক্লোন সেন্টার। ওড়িশায় মোট রয়েছে ৯০০টি সাইক্লোন সেন্টার।
ফণীর প্রভাবে উত্তাল সমুদ্র। পুরীতে প্রবল জলোচ্ছ্বাস। গার্ড ওয়াল ছাড়িয়ে রাস্তায় চলে আসে সমুদ্রের জল। ঝড়ের পাশাপাশি চলছে তুমুল বৃষ্টিও। ভুবনেশ্বরে ঝড়ের তান্ডবে উপড়ে পড়েছে গাছ।
ভয়াবহ চেহারায় ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যেই পুরীতে চলছে ফণীর তীব্র তাণ্ডব। ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। সকাল ৯টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২১০ কিমি। আগামী তিন ঘণ্টায় ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -