২,৫০০ মহিলার শয্যাসঙ্গী এই যুবক! ঠাঁই হল জেলে
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে, ড্যানিয়েল নিরাপদ যৌন সম্পর্ক নিয়ে আদৌ চিন্তিত নন। তিনি গর্ভনিরোধক ব্যবহার করতেন না। সংশ্লিষ্ট মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারেন বা গর্ভপাত করাতে হতে পারে বা কোনও রোগের সংক্রমণ হতে পারে- এসব ধর্তব্যের মধ্যে আনেন না তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appড্যানিয়েলের দাবি, সপ্তাহে চার-পাঁচজন মহিলার সঙ্গে তিনি সম্পর্ক করতেন। শুধু তাই নয়, ২৪ ঘন্টার মধ্যে একই হোটেলে চার মহিলার সঙ্গে সহবাস করেছেন। ছবি-ট্যুইটার
ড্যানিয়েলের দাবি, ১৯ বছর বয়স থেকেই তিনি মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর জিমে গিয়ে শরীর গঠনের দিকে মন দেন। ছবি-ট্যুইটার
ড্যানিয়েল প্রথমে কবুল করেন যে, ৫০ জন মহিলার জন্য তিনি তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা করেছিলেন। ছবি-ট্যুইটার
সাজা ঘোষণার আগে শুনানিতে বেশ কয়েকজন সাক্ষ্য দেন এবং প্রমাণ পেশ করা হয়। এরপরই তাঁকে দোষী ঘোষণা করে সাজা ঘোষণা করা হয়। ছবি-ট্যুইটার
এই অবস্থায় বিভিন্ন অজুহাত দিতে শুরু করেন তিনি। অভিযোগ করেন, রেস্তোরাঁর পরিষেবা খুবই ঢিমে। খাবারের মাণও ভালো নয়। এজন্য বিল দেবেন না জানিয়েছে রেস্তোরাঁ থেকে পিঠটান দেন তিনি। বিল না মেটানোয় ওয়ারিংটন ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে এই সাজা দিয়েছে। ছবি-ট্যুইটার
২০১৬-র জুলাই মাসে ম্যাঞ্চেস্টারের বাসিন্দা এই যুবক বন্ধুবান্ধবদের সঙ্গে অভিজাত রেস্তোরাঁ পিকালোনিতে যান। সেখানে নিজের জন্মদিনে ৬ ঘন্টা ধরে পার্টি করেন। চলে চার বোতল শ্যাম্পেনের সঙ্গে প্রচুর ভুরিভোজ। বিল হয় সাড়ে চারশ পাউন্ড। প্রচুর অঙ্কের এই বিল দেখে ঘাবড়ে যান তিনি। ছবি-ট্যুইটার
২৯ বছরের ড্যানিয়েলের ঠাঁই এখন জেলে। বিভিন্ন মহিলার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য নয়, ফেরেববাজির জন্য তাঁর জেলের সাজা হয়েছে। ছবি-ট্যুইটার
ব্রিটেনের সবচেয়ে বড় 'প্লেবয়' ড্যানিয়েল ওয়াগস্টারের দাবি, তিনি প্রায় আড়াই হাজার মহিলাকে শয্যাসঙ্গী করেছেন। ছবি-ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -