আইপিএল-এ ১৯ এপ্রিল পর্যন্ত বাজবে না কোনও বলিউড গান...
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKolkata:Delhi Daredevils Cheerleaders perform during IPL -6 Match against KKR at Eden Garden in Kolkata on Wednesday.PTI Photo by Swapan Mahapatra(PTI4_3_2013_000139B)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর চলতি সংস্করণে বলিউডের কোনও জনপ্রিয় গান শোনা যাবে না। কারণ, গায়কদের সংগঠনের অনুমতি ছাড়া কোনও গান বাজানো যাবেনা বলে বিসিসিআই ও সাত আইপিএল দলকে নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।
এই মামলার পরবর্তী শুনানি ১৯ তারিখ।
দ্য ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন (ইসরা) আদালতে আবেদন করে জানায়, দিল্লি ডেয়ারডেভিলস ছাড়া অন্য কোনও দল বা বোর্ড যেন বলিউড গান বাজাতে না পারে
এর জেরে আদালত আইপিএল-এর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কোনও গান না বাজানোর নির্দেশ দেয়।
প্রসঙ্গত ইসরা-র সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লতা মঙ্গেশকর, অলকা যাগ্নিক, আশা ভোঁশলে, কৈলাশ খের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -