গাঁজায় টান দিলেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে? ছবি তো তাই বলছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮ বছরের মালিয়া অল্পদিন আগে হাইস্কুলের পড়া শেষ করেছেন।
মাসকয়েক আগে বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গাঁজা নিয়ে ঠাট্টাও করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ওবামাও অবশ্য অল্প বয়সে মারিজুয়ানায় টান দেন। নিজেই স্বীকার করেন এ কথা।
ইনি ভীষণভাবে সমর্থন করেছেন মালিয়াকে।
‘ওকে টিনএজারের মত আচরণ করতে দিন’- বলেছেন এক টুইটার ইউজার।
মালিয়ার সমর্থনেও মুখ খুলেছেন অনেকে।
মালিয়ার গাঁজা খাওয়ার দৃশ্য সেলফি ভিডিওয় তোলেন এই মেয়েটি। তারপর তা পোস্ট করেন টুইটারে।
প্রেসিডেন্টের মেয়ে এভাবে গাঁজা টানায় অসন্তুষ্ট অনেকেই। আবার অনেকে সমর্থন করছেন মালিয়াকে।
ক’দিন বাদে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন মালিয়া ওবামা। তার আগে লোলাপালুজা অ্যানুয়াল মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে যান তিনি।
বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে নাকি দেখা যাচ্ছে, মারিজুয়ানায় টান দিচ্ছেন তিনি। ব্যস, তারপরই টুইটারে ঝড়!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -