ইন্টারনেটে নেওয়া সমীক্ষার ভিত্তিতে বিশ্বের এই ১৭টি দেশের মেয়েরা সবচেয়ে সুন্দরী
প্রতিটি মেয়েই তাঁর নিজের মতো করে সুন্দর। সৌন্দর্যের সে অর্থে কোনও সঠিক উদাহরণ হয় না। কারও নাক সুন্দর, কারও চোখ, কারও ঠোঁট, কারও বা ব্যক্তিত্ব। সবমিলিয়েই একজন মানুষ সুন্দর হয়। তবে ইন্টারনেটে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার বিচারেই বিশ্বের ১৭টি দেশ নির্বাচিত হয়েছে, যেখানকার মেয়েরা সবচেয়ে সুন্দর। সেই তালিকায় কারা রয়েছে দেখব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভেনিজুয়েলা, এখান থেকেই বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা জেতার সংখ্যা সবচেয়ে বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্র, স্পোর্টি এবং ঠাট্টা-তামাশা ভালবাসেন এখানকার নারীরা। এঁরা এঁদের ব্যক্তিত্বের জন্যে সকলের নজর কাড়েন
ইউক্রেন, এখানকার মহিলাদের সৌন্দর্য নিয়ে যত কথা কম বলা যায় ততই ভাল। এঁরা এক হিসেবে অনবদ্য
ইউনাইটেড কিংডম, এখানকার মহিলারা মূলত ক্যারিশিম্যাটিক, মিষ্টি এবং এঁদের চিবুকের সৌন্দর্যের জন্যে এঁরা দুনিয়ার নজর কাড়েন
সুইডেন, সুইডিশ মহিলাদের চোখের গভীরতায় যে কেউ ডুবে চায়। স্পোর্টি এবং অভিজাত, এই দুই বৈশিষ্ট নিয়ে তৈরি হয়েছে সুইডিশ মহিলাদের চোখ। আর সেই সৌন্দর্যেই ডুব দিতে প্রস্তুত গোটা দুনিয়া
দক্ষিণ কোরিয়ার মেয়েরা মিষ্টি, বাবলি এবং মজার হয়
রাশিয়ার মহিলাদের মধ্যে এক অদ্ভূত মাদকতা থাকে, যা সহজে কারও পক্ষে এড়িয়ে চলা একটু হলেও কঠিন
ফিলিপিন্স, এখানকার মহিলারা মূলত হাসিখুশি, মিষ্টি, সমীক্ষার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে
নেদারল্যান্ড, এখানকার মহিলারা লম্বা, সুন্দরী এবং ভীষণ খোলা মনের। যেটা অনেক সময়ই খুঁজে পাওয়া যায় না
ইতালি, এখানকার নারীরা খুব ফ্যাশনপ্রেমী, কেতাদুরস্ত হন
ভারত হল সুন্দরী মহিলাদের অন্যতম আতুঁরঘ। অদ্ভূত এক মায়াবী, সারল্য রয়েছে এখানকার মহিলাদের মধ্যে
ডেনমার্ক, ড্যানিশ মহিলারা এককথায় গর্জিয়াস।
কলম্বিয়া, সূর্যে রশ্মিতে ঝলসে তাঁরা যেন আরও সুন্দর
কানাডা, এখানাকার মেয়েদের স্বভাব খুবই মিষ্টি এবং খুব সহজে মেলা মেশাও করা যায়
ব্রাজিল, এঁরা স্পোর্টি, ট্যানড এবং একটা অদ্ভূত সারল্য আছে এঁদের মধ্যে
অস্ট্রেলিয়া, সমুদ্রের ধারে থাকেন এখানকার নন্দিনীরা। হয়তো এঁদের গড়নই এঁদের সৌন্দর্যের আসল রহস্য
আর্জেন্তিনা, এখানকার মহিলাদের সৌন্দর্য একেবারেই অন্যদের থেকে আলাদা। হয়তো ওই অন্যরকমের জন্যেই তাঁদের সহজে এড়ানোও যায় না
- - - - - - - - - Advertisement - - - - - - - - -