কাজ করেছেন ইংলিশ ভিংলিশ-এ, মারা গেলেন ক্যানসারে আক্রান্ত এই পরিচিত অভিনেত্রী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিনেমার পাশাপাশি সিরিয়ালও করতেন সুজাতা। হোটেল কিংস্টন সিরিয়ালে তাঁর অভিনয় সর্বজনপ্রিয় হয়।
মেটাস্টিক ক্যানসার ক্যানসারের সেই স্তর যখন রোগ ছড়িয়ে পড়ে এক অঙ্গ থেকে অপর অঙ্গে।
মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে যায় তাঁর।
শ্রীদেবী নেই। এবার চলে গেলেন তাঁর ‘মনুদিদি’ও। গতকাল রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মারা গিয়েছেন ইংলিশ ভিংলিশ ছবিতে শ্রীদেবীর দিদির ভূমিকায় অভিনয় করা সুজাতা কুমার।
কিন্তু আবার ফিরে আসে ক্যানসার। তাঁর চতুর্থ স্তরের মেটাস্টিক ক্যানসার ধরা পড়ে। এবার আর সুজাতা লড়াইয়ে জিততে পারেননি।
২০০৭-এ তাঁর ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। কিন্তু তখন সুস্থ হয়ে ওঠেন তিনি।
গতকাল রাত ১১টা ২৬-এ মারা যান সুজাতা।
ক্যানসারে ভুগছিলেন সুজাতা। তাঁর বোন ও অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি এ কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -